আইফোনের এত দাম কেন? আইফোন কি প্রযুক্তি ব্যবহার করে? আইফোন কি এন্ড্রোয়েডের মত নাকি আলাদা?

1 Answers   11.5 K

Answered 2 years ago

ব্যাগ এর নির্মাতা Louis Vuitton সম্ভবত বিশ্বের সেরা ব্যাগ কোম্পানী। এই কোম্পানী প্রতি বছর, তাদের অবিক্রিত ব্যাগ পুড়িয়ে ফেলে। হ্যাঁ, যে ব্যাগগুলো বিক্রি হয় না, সেগুলো নষ্ট করে, তবুও কম দামে বিক্রি করে না। বিক্রি না হওয়া ব্যাগগুলো দশ গুণ কম দামে বিক্রি করলেও তো কিছু টাকা পেতো। সেটা না করে নষ্ট করে ফেলে। একেবারে পুরোটাই ক্ষতি। তারা, এভাবে লক্ষ টাকার ব্যাগ নষ্ট করে কেন? কারণ একটাই - কায়দা করে বেশী দাম বহাল রাখা। নষ্ট করে ফেলবে, কিন্তু দাম কমাবে না। এমন দাম বেশি হলে কি সুবিধা? বেশি দাম হলে, শুধু ধনীরাই এই ব্যাগ কিনতে পারবে। এভাবেই এটাকে ধনীদের ব্যাগ বানিয়ে রাখে। এভাবেই অকারণে উচ্চমুল্য টিকিয়ে রাখে। এমন ব্যবসা পদ্ধতির মূল কারণ হলো - সবাই নিজেকে ধনী প্রমাণ করতে চায়। তাই, জিনিসটাকে ধনীদের প্রোডাক্ট বানিয়ে রাখতে পারলে, সবাই সেই প্রোডাক্ট কেনার জন্য ছুটবে। সবাই অকারণে এই দামী প্রোডাক্ট কিনে নিজেকে ধনী প্রমাণ করবে। এতক্ষণ Louis Vuitton এর ব্যাপারে যা বললাম, সেটা এই কোম্পানী খোলামেলা ভাবেই করে। Apple কোম্পানী এমন কিছু করে কিনা, সেই ব্যাপারে কোন নির্ভরযোগ্য তথ্য নেই। তবে Apple এর কায়দা দেখে বোঝা যায়, তাদের ব্যবসা পদ্ধতিও ঠিক এমন - কায়দা করে ধনীদের প্রোডাক্ট বানিয়ে রাখা। ইন্টারনেট এর যুগে, এক দেশে বসে, আরেক দেশের থেকে অনলাইনে কেনা কাটা করা যায়। সারা বিশ্বে খুঁজে দেখুন, কোথাও Apple এর কোন পুরাতন মডেলের (অব্যবহৃত) কম্পিউটার বা ফোন, কম দামে কিনতে পারেন কিনা। কিছুদিন এমন কম দামে কেনার চেষ্টা করুন। এর পরে আপনি নিজেও বুঝতে পারবেন - Apple পুরাতন মডেলের প্রোডাক্ট নষ্ট করে ফেলে, কিন্তু কম দামে বিক্রি করে না। আচ্ছা, বুঝলাম Apple এর ফোন এর গুণগত মান Samsung এর চেয়ে ভালো। তাই বলে, এমন কি ভালো যে সেটার দাম ৪ গুণ বেশী হবে? Apple এর ব্যবসা পদ্ধতি হলো - কায়দা করে প্রোডাক্ট এর দাম বেশী রাখা। কায়দা করে জিনিসটিকে ধনীদের প্রোডাক্ট বানিয়ে রাখা
Hossain Naim
hossiannaim
121 Points

Popular Questions