Answered 2 years ago
"আইনের চোখে সবাই সমান"-এত বড় মিথ্যাচার বিশ্বের কোথাও আর নেই। কথাটা শুনতে খুব ভালো লাগে, কাগজ লেখা দেখতেও সুন্দর লাগে এবং কনসেপ্ট হিসেবে এটা মারভেনলাস, কিন্তু বাস্তবে আমরা এটা প্রতিফলন পাই না।
আমেরিকা প্রবাসী জেসমিন আরার ভাষ্যে পড়ুন-
দুইটা উদাহরণ নিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারী ৬, ২০২২ এর ক্যাপিটল বিল্ডিং অ্যাটাকের জন্য দায়ী। তাঁকে ইমপিচ করা হলেও সিনেট তাঁকে শাস্তি দিতে পারেনি তার পলিটিকাল পাওয়ারের কারণে, তাঁর দলের লোকজন তাঁর শাস্তির পক্ষে ভোট দেননি।
এখন প্রেসিডেন্ট ট্রাম্পের বাসায় পাওয়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দলিলপত্র নিয়ে যা চলছে তাতে বোঝা যায় এবারো তাঁর কিছু হবে না। কারণ তার রয়েছে আর্থিক ও রাজনৈতিক ক্ষমতা।
আমি খুব ছোট একটা ট্রাইবাল প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের অফিসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোন নথি নেই। কিন্তু আমাদের সব ফাইল ফাইলরুমে তালাবদ্ধ থাকে। আমদের যার যখন যে ফাইল দরকার নিয়ে এসে কাজ সেরে আবার ফাইলরুমে রেখে আসি। ফাইল বাসায় আনা তো দূরের কথা, অফিসের ডেস্কে রেখে আসলেও চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আর প্রেসিডেন্ট যা করেছেন তা অচিন্তনীয়। অন্য যে কেউ এই কাজ করলে তৎক্ষণাৎ গ্রেফতার হয়ে যেতো।
আর একজন হলো রানির দ্বিতীয় পুত্র এন্ড্রু। আমেরিকান ধনকুবের জেফরি এপসটিন (Jeffrey Epstein) এবং তার গার্ল ফ্রেন্ড কিশোরী মেয়েদের কাজের কথা বলে নিয়ে গিয়ে সেক্স করতে বাধ্য করতো। এই মেয়েদের মধ্যে কয়েকজন বড় হয়ে নালিশ করলে জেফরিকে বিচারের আওতায় আনা হয় এবং সে বিচারাধীন থাকা অবস্থায় জেলে আত্মহত্যা করে ২০১৯ সালে। তার নামের সাথে পেডোফাইল এবং সেক্স অফেন্ডার শব্দগুলো স্থায়ীভাবে জুড়ে গেছে। আমেরিকার মোস্ট সিকিউরড জেলখানায় কি করে সে সুইসাইড করল? নো ক্লু। জেফরির বন্ধু থাকাকালীন সময়ে Virginia Giuffre নামের একটা টিন এজ (১৭ বছর) মেয়েকে জেফরি প্রিন্স এন্ড্রুর সেবায় নিযুক্ত করে। সেই মেয়েটা অস্ট্রেলিয়া গিয়ে বিয়ে করেছে। সে প্রমাণসহ এন্ড্রুর বিরুদ্ধে সেক্সুয়াল এবিউজের নালিশ করেছে। আমেরিকার আদালত তলব করলেও এন্ড্রু হাজিরা দেয়নি। সে সব সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে। পরে আদালতের বাইরে ভার্জিনিয়ার সাথে কেইস সেটেল করা হয়েছে ১৬ মিলিওন ডলারে। হায়রে ব্রিটিশ জনগণের ট্যাক্সের টাকা!
রানি তার ছেলেকে যথেষ্ট সুরক্ষা দিয়েছেন, এবার দেখা যাক রাজা ভাইয়ের জন্য কি করেন!
তাই বলছিলাম আইন সবার জন্য সমান না। টাকা বা রাজনৈতিক ক্ষমতা থাকলে এসব অপরাধ কোন ব্যাপার না। অন্যদিকে সাধারণ জনগণের অনেকে মামলা করার খরচ দিতে পারবেন না বলে মামলা করেন না। আবার অনেকে টাকা দিয়ে উকিল, সাক্ষী, আদালত সব কিনে নেয়।
mrgroot publisher