আইনজীবীরা সবসময়ই কালো কোর্ট পড়েন কেন?

1 Answers   2.9 K

Answered 2 years ago

কোথা থেকে এলো কালো কোট ১৬৮৫ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের মৃত্যুতে শোক প্রকাশের জন্য আদালতে আইনজীবী ও বিচারকেরা কালো কোট ও গাউন পরা শুরু করেন। এরপর থেকে এ শোকের পোশাক হয়ে যায় আইনজীবী ও বিচারকদের স্থায়ী পরিধেয়।

Shilpi
Shilpi
462 Points

Popular Questions