আইএসপি (ISP) কি আমার ইন্টারনেট ব্যবহার দেখতে পারে? কোন কোন তথ্য কিভাবে দেখে?

1 Answers   11.5 K

Answered 2 years ago

নির্ভর করে আপনি কি ধরণের ওয়েবসাইট ব্রাউস করছেন।

যদি যে সাইট টি আপনি ব্রাউস করছেন , সেটা যদি HTTPS সাপোর্ট করে, তাহলে খুব বেশি ইনফরমেশন দেখা যায়না।

কিন্তু যদি সাইটটা HTTPS সাপোর্ট না করে, তাহলে মোটামুটি সবই দেখতে পারবে ইচ্ছা করলে।

উদহারণ দিয়ে বলি, এই ধরেন আপনি thedailystar সাইট এ ঢুকলেন। ওখানে থেকে এই নিচের নিউজটায় ঢুকলেন।

পেজটার পুরো লিংক এরকম : Budget to facilitate high-income people: CPD.

এখন যেহেতু এই সাইট টায় HTTPS আছে, ISP শুধু দেখবে আপনি The Daily Star এই সাইট এ ঢুকেছেন। এরপর আর কোন কোন নিউস ওপেন করলেন বা পড়ছেন তা আর দেখবেনা। শুধু দেখবে যে গত ১০ মিনিট ধরে আপনি dailystar সাইট তা ব্রাউসার করছেন।

কিন্তু যদি এখানে HTTPS থাকতোনা তাহলে ISP পুরো ডিটেলস এ দেখতে পেতো। অর্থাৎ dailystar এ ঢুকার পর আপনি কোন কোন পেজ ওপেন করেলন , কোন কোন নিউস পড়লেন সবই দেখতে পারবে। যেমন, এই পুরো লিংকতাই দেখতে পারবে।

Budget to facilitate high-income people: CPD.

আর হা, HTTPS এনক্রিপ্টেড ডাটাও দেখার উপায় আছে. তবে ওসব টেকনোলজি সাধারণত কোনো ISP এর কাছে থাকবেনা।

আশা করি বুঝ্তে পেরেছেন।


Joti Khantun
jotikhatun
239 Points

Popular Questions