অ্যালকিন-এর ব্রোমিন পরীক্ষায় CCl4 প্রভাবক কি থাকে নাকি থাকে না?
15
0
1 Answers
4.1 K
0
Answered
2 years ago
অ্যালকিন-এর ব্রোমিন পরীক্ষায় CCl4 প্রভাবক নয় বরং নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে কাজ করে। এক্ষেত্রে পানিকে ব্যাবহার করলে ব্রোমো হাইড্রিন তৈরি হতে পারে। তাই CCl4 কে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তবে মূল বিক্রিয়ার এটি তেমন ভূমিকা রাখে না।
nabilahmed publisher