Answered 2 years ago
'অ্যাম্বারগ্রিস হ'ল একজাতীয় মোমের মতো পদার্থ যা শুক্রাণু তিমির অন্ত্র থেকে নির্গত হয় যা সহজ ভাষায় তিমি মাছের বমি। সাধারণত ক্রান্তীয় সমুদ্রে এই বিরল পদার্থটি ভাসমান অবস্থায় পাওয়া যায় এবং সুগন্ধি উত্পাদনে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে এইটা তিমির বমিকে অ্যাম্বারগ্রিস বলে।'
'অ্যাম্বারগ্রিস সুগন্ধি পারফিউম শিল্পে সুগন্ধ দীর্ঘস্থায়ীকরণে ব্যবহার করা হয়।কস্তরি মৃগের ন্যায় গন্ধ বিশিষ্ট পারফিউম তৈরি করতে এটি ব্যবহার করা হয়।'
'অ্যাম্বারগ্রিস সমুদ্রের জলে ভেসে আসে এই দুর্মূল্য বস্তু। তাই ফ্লোটিং গোল্ড বলে একে। দুরন্ত দাম। এটাকে লোক সাত রাজার ধন বলে ও আখ্যায়িত করেছে। আন্তর্জাতিক বাজারে এক কেজি অ্যাম্বারগ্রিসের দাম এক কোটি টাকা। সুগন্ধীর বাজারে এর গগনচুম্বী চাহিদার জন্যই এমন দাম। দুবাইয়ের মতো কয়েকটি দেশে সুগন্ধীর বিশাল বাজার। অ্যাম্বারগ্রিস সেখানে চাই-ই চাই। কস্তুরী সদৃশ সুগন্ধ তৈরি করে তিমির এই বমি। আপনাকে এর সুঘ্রাস তাজা করে রাখবে দীর্ঘ সময়। হালকা হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাবে যেন। মিশরীয়রা ঘর সুগন্ধিত করার জন্য এটির ব্যবহার করত এক সময়। বেশ কিছু পুরনো ওষুধ তৈরিতেও অ্যাম্বারগ্রিস কাজে লাগে বলে জানা যাচ্ছে। '
bipolraj publisher