Answered 2 years ago
ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটির জন্য, ডেভলপারদের জন্য ভবিষ্যৎ মার্কেট খুবই সম্ভাবনাময় একটি মার্কেট কারণ ডেক্সটপ এবং ল্যাপটপ প্রযুক্তি আস্তে আস্তে সানসেট ইন্ডাস্ট্রি দিকে চলে যাচ্ছে মোবাইল সানরাইজ ইন্ডাস্ট্রি দিকে ধাবিত হচ্ছে।
প্রযুক্তিবিদরা এখন মোবাইলের দিকে বেশি ঝুঁকে পড়ছে কারণ তরুণ এবং নতুন প্রজন্ম মোবাইলকে বেশি পছন্দ করছে এবং সবকিছু মোবাইল কেন্দ্রিক হয়ে যাচ্ছে।
তাই মোবাইল অ্যাপ্লিকেশন একটি নতুন বাজারে পরিণত হয়ে গিয়েছে যার মার্কেট আসলেই অনেক সম্ভাবনাময়।
আজকাল গ্রোসারি থেকে শুরু করে বেশ কিছু ইন্ডাস্ট্রির পণ্য মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিক্রি হচ্ছে।
বাংলাদেশের সব থেকে বড় ফিনটেক কোম্পানি বিকাশ এবং নগদ তাদের 100% লেনদেন আজ মোবাইলে সম্পন্ন হচ্ছে।
অ্যাপ্লিকেশন ডেভলপাররা বিভিন্নভাবে উদ্যোক্তা হতে পারবে নিচে আমি কয়েকটি প্রকার আলোচনা করছি
আপনি যদি অ্যাপ্লিকেশন ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনার কাছে আছে টেকনিক্যালি স্কিল এবং যাদের কাছে বিজনেস স্কিল আছে তাদের সাথে সমন্বয় করে আপনি একটি মাল্টি মিলিয়ন ডলারের বিজনেস তৈরি করতে পারেন এবং যা অনেকে করে সফল হচ্ছেন যেমন: বাইজুস, টেন মিনিট স্কুল, ট্রাক লাগবে, CRED, MYGATE ইত্যাদি আরো অনেক কোম্পানি উদাহরণ দেওয়া যাবে।
ClassPlus - এর মত সুপার অ্যাপ তৈরি করা যেতে পারে অর্থাৎ সবকিছুকে একসাথে ইন্ট্রিগেশন করে দিয়ে একটা বিজনেস মডেল তৈরি করা।
ছোট কোনো বিষয় বস্তুর উপরে অ্যাপস তৈরি করে বিজনেস করা যেতে পারে যেমন স্বাস্থ্য বিষয়বস্তুর ভিতর ছোট কোন বিষয়বস্তুর উপরে অ্যাপ্লিকেশন তৈরি করা যেতে পারে, পরবর্তীতে কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রডাক্ট অ্যাড করে দেওয়া যেতে পারে।
আন্তর্জাতিক মানের এজেন্সি তৈরি করে ব্যবসা করা যেতে পারে অর্থাৎ আপনি শুধু কাস্টমাইজ অ্যাপস তৈরি করে দিবেন।
যেকোনো বিষয় বস্তুর উপরে প্লাটফর্ম তৈরি করা যেতে পারে যেমন স্পটিফাই, ইউটিউব, লিঙ্কডইন, ফেসবুক।
ইত্যাদি আরো বিভিন্ন উপায়ে অ্যাপ্লিকেশন ডেভলপাররা উদ্যোক্তা হতে পারবেন এবং অবশ্যই বিশ্বমানের উদ্যোক্তা হতে পারবেন।
অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য যেমন টেকনিক্যাল স্কিলের দরকার সে রকম আপনার অ্যাপ্লিকেশন ডেভলপমেন্টের ব্যবসাকে শুরু করার জন্য এবং দীর্ঘ সময়ের জন্য টিকিয়ে রাখার জন্য অবশ্যই বিজনেস স্কিল দরকার।
ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অসংখ্য পোস্ট আমার প্রোফাইলে পেয়ে যাবেন সেখান থেকে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত পোস্ট গুলোতে পড়ুন এবং ভালো লাগলে শেয়ার করুন।
পোষ্টের নিচে মন্তব্যর সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের আমি অবশ্যই আশা করি পোস্টগুলোর বিষয়বস্তু গুলো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেখানে মন্তব্য করুন অথবা আমাকে মেনশন করুন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের এই বিষয় সর্ম্পকে অনেক আগ্রহ আছে।
এবং আমি সিরিজ আকারে বিভিন্ন ধরনের পোস্ট বিষয়বস্তুর উপরে পার্ট বাই পার্ট তৈরি করব।
hafizkhan publisher