অ্যাপেল থেকে একটু কম দামে আই ফোনের কোনো বিকল্প বের করে না কেন, যাতে ফোনের বিক্রি আরো বাড়তে পারে?

1 Answers   14.5 K

Answered 2 years ago

এটা এক প্রকার মার্কেটিং পলিসি বলতে পারেন।মার্কেটে ব্যান্ড ভ্যালু ধরে রাখার জন্যই এসব করা হয়।

যেমন: iphone এর দাম অনেক হওয়ায় অনেকেই ইচ্ছা থাকা সত্বেও কিনতে পারে না। ফলে তার মনে একটা আকাঙখা তৈরি হয়। এমনটা আপনি রোলস রয়েস,ল্যাম্বরগিনি,বুগাটি, এসব গাড়ি নির্মাতাদের ক্ষেত্রেও দেখতে পাবেন। তারা কম দামী গাড়ি তৈরি করে না। নাইকি , বারবেরি , এইচ&এম ব্র‍্যান্ডগুলো তাদের অবিক্রিত কাপড় পুড়িয়ে নষ্ট করে দেয়। চাইলেই তারা ডিসকাউন্টে সেগুলো বিক্রি করতে পারে কিন্তু করে না। তাদের ধারনা কাপড়ের দাম কমিয়ে দিলে সেগুলোর নকল কপি বাজারে ছড়িয়ে যাবে। ফলে ব্র‍্যান্ড ভ্যালু কমে যাবে। বড় বড় ব্র‍্যান্ড গুলোর পন্যের কোয়ালিটিও বেস্ট, এটা বলার অপেক্ষা রাখে না। মার্কেটিং এর জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে।

সবচেয়ে মজার ব্যাপার হলো এইসব কর্মকান্ডের জন্য তাদের বিক্রি বন্ধ থাকেনা বরং প্রতি বছর অনেক রেভিনিউ আসে।

এখন কিছু ঘটনা মিলিয়ে নিন,

১।আপনার কাছে স্যামসাং এর চেয়ে আ্যাপল এর গুরুত্ব বেশি

২।টয়োটার চেয়ে রোলস রয়েসের গুরুত্ব বেশি

৩।যে ডাক্টার ৩০০ টাকা ভিজিটিং ফি নেয় তার চেয়ে ১০০০ টাকা ভিজিটিং ফি নেয়া ডাক্টারের গুরুত্ব বেশি

মানে কি বুঝলেন,, যার দাম বেশি তার গুরুত্ব বেশি।

এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার।

এবার একটা রিয়েল লাইফ উদাহরণ দেই,, বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে খুব বড় পর্যায়ের নেতারা বেশিরভাগই সময়মতো উপস্থিত হয়না এবং সময় শেষ হবার আগেই কোনো বাহানা দিয়ে কেটে পড়ে। এটার মাধ্যমে তারা তাদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করে। যেখানে তারা চাইলেই পুরোটা সময় থাকতে পারে৷ কিন্তু সেটা করে না।

Ahmed Bee
ahmedbee
248 Points

Popular Questions