অ্যান্ড্রয়েড স্টুডিও ছাড়া কি কোডিং-এর মাধ্যমে অ্যাপ ডেভেলপ করা যায়?

1 Answers   11.1 K

Answered 2 years ago

হ্যাঁ, এক্ষেত্রে Visual Studio Code (VS CODE) অথবা IntelliJ IDEA ব্যবহার করতে পারেন৷ এগুলো ব্যবহার করে আপনি জাভা/কটলিন/ডার্ট-ফ্লাটার দিয়ে এন্ড্রয়েড/ক্রসপ্ল্যাটফর্ম এ্যাপস ডেভেলপ করতে পারবেন।

এক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় SDK এবং Android Emulator সেট-আপ করে নিতে হবে।

তবে আপনি যদি একেবারে IDE ব্যাতিতই এ্যাপ ডেভেলপ করতে চান তবে আমি বলবো এটি খুবই কষ্টসাধ্য ব্যাপার।


Bappy Adnan
bappyadnan
334 Points

Popular Questions