অ্যান্ড্রয়েডের জন্য এমন কোনো অ্যাপ আছে যেটাতে বাস্তবের মতো ড্রইং করা যায়?

1 Answers   7 K

Answered 1 year ago

সম্পর্কিত পিসিতে অ্যান্ড্রয়েড এমুলেটর ছাড়া সব ধরনের অ্যাপ ইনস্টল করার কি কোনও পদ্ধতি আছে? এটির আসল উত্তর ছিল: পিসিতে এন্ড্রয়েড এম্যুলেটর ছাড়া সব ধরনের অ্যাপ ইনস্টল করার কি কোন পদ্ধতি আছে? পিসিতে অ্যান্ড্রয়েড এমুলেটর ছাড়া সব ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোর সবচেয়ে ভাল উপায় হচ্ছে কোন একটি এন্ড্রয়েড ওএস ইনস্টল করা । এগুলো আপনি উইন্ডোজের পাশাপাশি ব্যবহার করতে পারবেন । সেক্ষেত্রে কম্পিউটার চালু করার মুহূর্তে ঐ অ্যান্ড্রয়েড ওএস সিলেক্ট করে নিতে হয় । ইন্টারনেট অনেক গুলো ফ্রি অ্যান্ড্রয়েড ওএস পাওয়া যায় এর মধ্যে জনপ্রিয় কয়েকটি অ্যান্ড্রয়েড ওএস হচ্ছে: PrimeOS Android-x86 Chrome OS Bliss OS-x86 Phoenix OS OpenThos Remix OS for PC ব্যক্তিগতভাবে Android x86 আমার সবচেয়ে প্রিয় । ইউটিউবে কিভাবে এসব অ্যান্ড্রয়েড ওএস ইন্সটল করতে হয় তার সম্পর্কে বিস্তারিত বর্ননা করা আছে ।
Rumi Akter
Rumi
406 Points

Popular Questions