Answered 2 years ago
একটা সমীকরণ আছে যে, Matter+Anti-matter= Annihilation। এখানে ম্যাটার, অ্যান্টিম্যাটার এবং অ্যানিহিল্যাশন আসলে কি?
অ্যান্টিম্যাটার বা প্রতিকণা নাম হয়ত অনেকে শুনেছেন।সত্যিকারে আদৌ প্রতিকণা পাওয়া গেছে কিনা না বা আছে কিনা পরে আলোচনা করছি। তাহলে প্রতিকণা আদৌ কি আছে?তবে এ প্রশ্নের উত্তরে আগে প্রথমে কণা কি এই প্রশ্নের অবতারনা করতে চাই।এ মহাবিশ্বে যত বস্তু, গাছাপালা , পশুপাখি, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি দেখি সবই কণা স্বরুপ পার্টিকেল দিয়ে তৈরি । আমরা জানি যে, তিনটি মৌলিক কণা সমন্বয়ে পরমানু গঠিত- ইলেক্ট্রন, প্রোটন এবং নিউট্রন। এখানে ইলেক্ট্রন ঋনাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত আর নিউট্রন ব্যাটা একদম নিউট্রাল মানে চার্জবিহীন। এখানে প্রোটন আর নিউট্রন জমিদারে মত কেন্দ্রে অধিষ্ঠিত আর ইলেক্ট্রন নর্তকীয় মত চারদিকে নিদির্ষ্ট কোয়ান্টাম নিয়মে ঘুরছে । এইটো এটাই সাধারণ “ম্যাটার তত্ত্ব”।
তাহলে অ্যান্টি-ম্যাটার কি?
অ্যান্টিম্যাটার হচ্ছে কণার প্রতিরুপী এক ধরনের বিপরীত কণা। সহজ ভাষায় বললে কণার বিপরীত চার্জযুক্ত মৌলিক কণিকা সমন্বয়ে গঠিত একধরনের পার্টিকেল। যার ভর এবং স্পিন অন্য একটি কণিকার সমান, কিন্তু যার তাড়িৎ আধান, ব্যারিয়ন সংখ্যা, লেপটন সংখ্যা প্রভৃতি অন্য কণিকাটির সমমানের অথচ বিপরীতধর্মী। যেমনঃ প্রতিপ্রোটন বা অ্যান্টিপ্রোটন হল প্রোটনের বিপরীত এবং পজিট্রন হলো অ্যান্টি ইলেক্ট্রন।
Suroviislam publisher