Answered 2 years ago
আপনার ব্লগ সাইটকে Google এ Index করার জন্য আপনি প্রথম আপনার ব্লগটিকে Google Search Console এ রেজিস্টার করাতে হবে.
আপনার ব্লগটি Google Search Console এ আপনার Property হিসেবে বিবেচিত হয়.
মানে যেমন আমার site sparkyeye.com এটা আমার property.
আনি যখন Search Console এর পেইজ টা খুলবেন তখন আপনাকে দুইটি অপশন দেখাবে -
Domain.
Url Prefix.
আপনি domain এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটি রেজিস্টার করতে পারেন.
যেমন আমার domain এর নাম sparkyeye.com. আপনাকে domain এর জায়গায় আপনার ওয়েবসাইট এর নামটি দিতে হবে.
এটার মাধ্যমে রেজিস্টার করলে আপনার এই Domain এর under এ যদি কোনো sub domain আরো থাকে তাহলে ওগুলো ও একসাথে রেজিস্টার হয়ে যাবে.
আপনাকে আলাদা করে সবগুলো subdomain কে Index করাতে হবে না.
আপনি Url Prefix এর মাধ্যমে ও রেজিস্টার করতে পারেন. প্রসেস একইরকম এটার জন্য ও.
এটাতে আপনাকে subdomain গুলো কে আলাদা করে Index করাতে হবে.
এটা করার পর আপনার ওয়েবসাইট বা property টি Google Search Console এ রেজিস্টার হয়ে গেছে.
তারপর Google Search Console এর Dashboard ta khular por বা দিকে একটা অপশন পাবেন "Sitemap".
আপনার ওয়েবসাইট এর sitemap ti copy করে এনে এখানে paste করতে হবে এবং submit করবেন.
তারপর dashboard এর বা দিকে আর একটি অপশন পাবেন "Url Inspection".
এটাতে click korben এবং তারপর আপনার ওয়েবসাইট এ যে আর্টিকেল লিখেছেন ওটার Url ta কপি করে এনে এখানে পেস্ট করবেন.
তারপর instructions গুলি দেখবেন আর সেইরকম ভাবে স্টেপ গুলো করবেন.
আপনার ওয়েবসাইট এবং Article Google e Index হয়ে যাবে.
তবে এটা হওয়ার জন্য একটু সময় লাগবে. তাই কয়েক ঘন্টা অপেক্ষা করবেন কারণ Google এর আপনার সাইটটি Index করতে কিছুক্ষণ সময় লাগবে.
আশা করি এটা আপনার কাজে লাগবে. ভালো লাগলে upvote করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও সাহায্য পায়.
dilipkumar publisher