অস্ত্রোপচার না করে কি বাঁকা চোখ ঠিক করা যায় না?

1 Answers   12.9 K

Answered 1 year ago

সম্পর্কিত দুই চোখে মাইনাস (-৩ঃ০০) পাওয়ার কোনোরকম অস্ত্রোপচার করে স্বাভাবিক করা যাবে কি? CRT(Corneal Refractive Therapy) লেজার সার্জারি থেকে শতগুনে উত্তম। এতে সার্জারি ছাড়াই একটি লেন্স পড়ে রাতে ঘুমাতে হবে। এবং কর্নিয়ার শেইপ পরিবর্তন ঘটবে। পরের দিন আপনি চশমা ছাড়াই ভালো দেখতে পারবেন। লেজার সার্জারি কর্নিয়াকে লেজার রশ্মি দ্বারা কেটে শেইপ দেয়৷ যাতে আলো সঠিকভাবে প্রবেশ করে। এবং আপনি দৃষ্টিশক্তি ফিরে পান।কিন্তু এতে কর্নিয়া ওভার কাটিং এর কারনে পাতলা হয়ে যায়। কিন্তু CRT দিয়ে কর্নিয়াকে না কেটে একটি লেন্স পড়ে প্রতি রাতে ঘুমাতে হয় যার চাপে কর্নিয়ার শেইপ সঠিক হয়ে যায়। তা অনেকটা চক্ষু ব্যায়ামের কাছাকাছি। CRT লেজার অস্ত্রপাচারের চেয়ে আধুনিক একটি চিকিৎসা ব্যবস্থা বিদেশে ব্যপকভাবে চালু হয়েছে। বাংলাদেশেও শীঘ্রই চালু হবে। স্বাগতমঃ CRT বিদায়ঃ লেজার।
Shovo Kumar
shuvokumar
365 Points

Popular Questions