Answered 2 years ago
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
স্বল্প সময়ে যদি আপনি বেশি উপার্জন করতে চান এবং বড়লোক হতে চান তাহলে আমার উত্তরটি মনোযোগ দিয়ে পড়ুন। দয়াকরে আগে আমার প্রোফাইলটা ভালোভাবে পড়ে নিন এবং দেখে নিন যেখানে আমার টেলিভিশন ইন্টারভিউ, ওয়েবইনএয়ার ইত্যাদি ও আমার ব্যবসার কিছু স্ক্রীনশট দেয়া আছে।
প্রথমতঃ আপনাকে কিছু টাকা বিনিয়োগ করতে হবে। কত টাকা বিনিয়োগ করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। আপনি কত টাকা লাভ বা ক্ষতি নিতে চাচ্ছেন, কতটুকু ব্যবসায় ঝুঁকি নিতে চাচ্ছেন, কতদিনের জন্য ব্যবসা করতে চাচ্ছেন, আপনি স্বয়ং নিজে বা অন্য কারো সাথে ব্যবসা করতে চাচ্ছেন কিনা, ব্যবসার জ্ঞান ও কলাকৌশল জানা ইত্যাদি জিনিসের উপর আপনার টাকা উপার্জন নির্ভর করবে। টাকা বিনিয়োগ না করেও আপনি উপার্জন করতে পারবেন এবং এটা সম্বন্ধে জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।
দ্বিতীয়তঃ আপনি একদিনে কোটিপতি বা বড়লোক হতে পারবেন না যদি না আপনি খুব বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করেন।
এখন আসুন জেনে নেই কিভাবে অনলাইনে তাড়াতাড়ি বেশি টাকা উপার্জন করা সম্ভব। উদাহরণ স্বরূপ, ধরুন আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করবেন। এই পরিমাণ টাকা বিনিয়োগ করে আপনি বহু ধরনের ব্যবসা করতে পারবেন। আপনার এই টাকা কিছুদিন পরে আপনি আপনার ব্যাংক একাউন্টে রেখে দিতে পারবেন। কিভাবে? এই টাকা বিনিয়োগ করে আপনি যেটা লাভ করবেন সেটা আস্তে আস্তে আপনার ব্যাংক একাউন্টে আবার ফেরত নিয়ে নিবেন। যখন ১ লক্ষ টাকা লাভ আপনার ব্যাংক একাউন্টে নিয়ে নিবেন তখন, সেই ১ লক্ষ টাকা দিয়ে আপনি যেটাই করেননা কেন সেটা করতে পারবেন উপরন্ত আপনার বাকি টাকা লাভ যেটা থাকবে ঔ লাভের টাকা দিয়ে নিম্নলিখিত দু'টো মার্কেটে ব্যবসা চালিয়ে যাবেন। এতে করে আপনার মূলধন ১ লক্ষ টাকা আপনার কাছেই চলে গেল। অতঃপর, এখন আপনি যদি আপনার বাকি লাভের সম্পূর্ণ টাকাটাই ক্ষতি করেন তাহলে আপনার কোন সমস্যা নেই কারণ, আপনি ইতিমধ্যেই আপনার ১ লক্ষ টাকা(মূলধন) ফেরত নিয়ে নিয়েছেন।
আমি যেই ব্যবসাগুলোর কথা লিখবো, এগুলোতে অনেকেই খুব কম সময়ে ব্যবসা করে কোটিপতি বা, মিলিওনেয়ার হয়ে গিয়েছে। আমার কাছ থেকে যারা শিক্ষা নিয়েছে তারা ইতিমধ্যে বিশ্বের বড় বড় ব্যাংকের বিভিন্ন দেশে কাজ করছে এবং বছরে কোটি কোটি টাকা উপার্জন করছে। এদের মধ্যে অনেকেই ও অন্যান্য লোকজন আমার কাছ থেকে টিপস্ কিনে এই ব্যবসাগুলো নিজেই করছে এবং কোটি কোটি টাকা লাভ করে যাচ্ছে।
সমস্ত হালাল ব্যবসায় লাভ এবং ক্ষতি হবেই। এই দু'টো ব্যবসার মধ্যে একটাতে লাভ এবং ক্ষতির পরিমাণটা অনেক বেশি, তাড়াতাড়ি হয় কিন্তু এটাতে ঝুঁকিও বেশি। এবং অন্যটায় ঝুঁকি একটু কম তাই, লাভ ও ক্ষতি কম। এগুলো সম্পূর্ণ নির্ভর করে ব্যবসার উপর এবং উপরোক্ত বিষয়গুলোর উপর।
এ ব্যবসা গুলো হলো: "ফরেন কারেন্সি(ফরেক্স) মার্কেট" বা, "আন্তর্জাতিক শেয়ার মার্কেট" ব্যবসা।
"ফরেন কারেন্সি মার্কেটে" ঝুঁকি একটু বেশি কিন্তু, এই ব্যবসা খুবই লাভজনক এবং লাভ ও ক্ষতি খুব তাড়াতাড়ি হয়। ব্যবসাটা যদি কেউ প্রকৃত শিক্ষা নিয়ে করে তাহলে, এক সপ্তাহ বা, এক মাসের মধ্যেই যেটা বিনিয়োগ করেছে সেটা লাভ করতে পারবে। অন্যদিকে, "আন্তর্জাতিক শেয়ার মার্কেটে" লাভ ও ক্ষতি খুব তাড়াতাড়ি হবে না। আমি নিজেই গত ২৫+ বছর ধরে এই দু'টো ব্যবসা করে আসছি এবং অন্যান্যদের শিক্ষাও দিয়ে থাকি, পাশাপাশি টিপস্ বিক্রি করি এবং পোর্টফলিও ম্যানেজ করে থাকি।
যে কোন ব্যবসা যেরকম জেনেশুনে করতে হয়, ফরেন কারেন্সি মার্কেটের ব্যবসা অথবা, শেয়ার মার্কেটের ব্যবসা জেনেশুনে করা উচিত। এই দু'টো ব্যবসার সমস্ত কিছু না জেনে করা উচিত নয়।
আমার পৃথিবীতে অনেক ব্যবসা আছে কিন্তু, আমি মূলতঃ শেয়ার মার্কেটে(বাংলাদেশ সহ) এবং ফরেন কারেন্সি মার্কেটে বিনিয়োগ করে আসছি গত ২৫+ বছর যাবত। এই দু'টো ব্যবসায় আমার ক্ষতির পরিমাণের চেয়ে লাভের অংশটা অনেক বেশি। উদাহরণস্বরূপ বলতে পারি, ফরেন কারেন্সি মার্কেটে আমি খুব ভাল লাভ করি, কোন কোন সময় প্রতি এক দিনেই ১০০% লাভ করি, কিন্তু প্রতিদিন না, মাসে ৩-৫ দিন, আবার কোন কোন মাসে ৬-৭ দিন। আমার এত লাভ হওয়ার পিছনে কারন, আমি ঝুঁকি খুব একটা বেশি নেই। বেশি ঝুঁকি নেয়ার কারণ হলো — আমি পূর্ববর্তীতে যেই লাভ করেছি, সেই লাভ থেকেই আমি আবার বিনিয়োগ করে থাকি। এতে আমার মূলধন টাকা থেকে যায়।
যেহেতু বিশ্বের ১৭টা দেশের(বাংলাদেশের শেয়ার মার্কেট সহ) শেয়ার মার্কেটে বিনিয়োগ করি সেহেতু এই মার্কেটে লাভ ততটা বেশি হয় না যতটা না ফরেন কারেন্সি মার্কেটে হয়। কারণ, শেয়ার মার্কেটের বড় বড় কোম্পানিগুলোতে আমি বিনিয়োগ করি যেই কোম্পানিগুলোর শেয়ারের দাম খুব বেশি। এই উদাহরণে আমি বলতে পারি, এক সময় এক সপ্তাহের মধ্যেই আমি ফরেন কারেন্সি মার্কেটে ৪৬০০%+ লাভ করেছিলাম এবং শেয়ার মার্কেটে লাভ করেছিলাম ৪৫০০%+ ছয় মাসের মধ্যে। আমার আন্তর্জাতিক শেয়ার মার্কেটের এবং ফরেন কারেন্সি মার্কেটের কয়েকটা ট্রেডিং স্ক্রিনশট এবং ফলাফল আমার প্রোফাইলে দেয়া আছে যেগুলো দেখলে বুঝতে পারবেন আমি শতকরা কতভাগ লাভ করেছিলাম, উপরে যেটা লিখেছি।
১ লক্ষ টাকা বিনিয়োগ করে মাসে কমের পক্ষে ১০,০০০+ টাকা লাভ করতে পারবেন যদি আপনি আন্তর্জাতিক শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন অথবা, ৬০,০০০+ টাকা উপার্জন করা সম্ভব যদি ফরেক্স মার্কেটে(ফরেন কারেন্সি মার্কেটে) বিনিয়োগ করেন, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কতটুকু ব্যবসার উপর ঝুঁকি নিতে চাচ্ছেন। বাংলাদেশের শেয়ার মার্কেটে আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে বছরে কত টাকা লাভ করতে পারবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে কোম্পানিগুলোর ব্যবসার উপর। কারণ, বাংলাদেশের কোম্পানিগুলোর মূল তথ্য সম্পূর্ণভাবে প্রকাশ করা হয় না। শুধু ভাল ডিভিডেন্ট যেগুলো দিবে, সেই ভাল কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন। ডিভিডেন্ট পাওয়ার ব্যাপারেও অনেকগুলো নিয়ম কানুন আছে যেটা নাকি বলতে গেলে বাংলাদেশের ৯৯% লোকই জানে না। আমি বাংলাদেশে যাদের পোর্টফলিও ম্যানেজ করি তাদের শুধু ডিভিডেন্ট যে কোম্পানিগুলোতে ভাল দেয় সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করে অনেক সময় বছরে ১০০% লাভ করি।
আপনার বিনিয়োগের সম্পূর্ণ টাকাটাই ক্ষতি হবে যদি আপনি ব্যবসাগুলোর প্রকৃত শিক্ষা এবং কলাকৌশল না জানেন।
বিস্তারিত জানার জন্য এবং এই মার্কেট সম্বন্ধে প্রকৃত শিক্ষা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের ঠিকানা আমার প্রোফাইলে দেয়া আছে।
ধন্যবাদ।
romzanreza publisher