Answered 2 years ago
ইসলাম বিয়ের ক্ষেত্রে কোনো বয়স নির্ধারণ করে নি। ইসলাম বলে, তোমার জন্য কখনো বিয়ে ফরজ, কখনো সুন্নত, কখনো মাকরুহ এবং কখনো হারাম। শুনে অবাক লাগলেই এটা সত্যি। বিস্তারিত বলছি।
কখন বিয়ে ফরজ?
যখন আপনি আপনার যৌবনের হেফাজত করতে পারছেন না, আপনি মারাত্মক গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন বা যাওয়ার সম্ভাবনা আছে, আর আপনার নিকট বিয়ের খরচাদি রয়েছে তখন আপনার উপর বিয়ে ফরজ।
কখন বিয়ে ওয়াজিব?
যখন আপনি নিজের যৌবনের হেফাজত করতে পারবেন বলে বিশ্বাস করেন, এরপরও গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আপনার নিকট বিয়ের খরচাপাতি থাকলে আপনার উপর বিয়ে ওয়াজিব।
কখন বিয়ে সুন্নত?
যদি আপনার বিয়ে না করলেও কোনো সমস্যা নেই করলেও কোনো সমস্যা নেই, তখন আপনার উপরে বিয়ে করা সুন্নত ।
কখন বিয়ে মাকরুহ?
যদি আপনার নিকট বিয়ের খরচাপাতি ও থাকার মতো বাসস্থান না থাকে ও প্রয়োজনীয় সম্পদ নেই তখন আপনার বিয়ে করা মাকরুহ।
কখন বিয়ে হারাম?
যদি আপনি আশংকা করেন যে, বিয়ের পর স্ত্রীর হক নষ্ট হবে এবং আপনি ও শারীরিকভাবে সামর্থ্যবান নয় তখন আপনার উপর বিয়ে করা হারাম।
আশা করি, বুঝাতে পেরেছি। ধন্যবাদ
rafirayhan publisher