Answered 2 years ago
দেশে নারীদের এগিয়ে চলার ধারাবাহিকতায় এবার অর্থ সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন একজন নারী।
এই পদে নিয়োগ পেলেন ফাতিমা ইয়াসমিন, যিনি এতদিন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের দায়িত্ব সামলে আসছিলেন।
ফাতিমা ইয়াসমিনকে জ্যেষ্ঠ সচিব হিসাবে পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার তাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব নিয়োগের প্রজ্ঞাপন হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১১ জুলাই থেকে ফাতিমা ইয়াসমিন অর্থসচিবের দায়িত্ব পালন করবেন।
অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারকে ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন। তিনি চলে যাওয়ায় তার শূন্য পদে যোগ দিচ্ছেন ফাতেমা।
এদিকে ফাতিমা অর্থ সচিব হওয়ায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) তার শূন্য পদে নিয়োগ পাচ্ছেন আরেক নারী।
পরিকল্পনা কমিশনের সদস্য শরীফা খানকে ইআরডি সচিবের দায়িত্ব দিয়ে একই দিন আরেকটি প্রজ্ঞাপন হয়েছে।
ফাতিমা যেদিন অর্থ মন্ত্রণালয়ে যাবেন, সেদিনই তার স্থলাভিষিক্ত হবেন শরিফা খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করা ফাতিমা ১৯৯১ সালের বিসিএস ক্যাডারের কর্মকর্তা।
কর্মজীবনের বড় একটি সময় তিনি অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে ছিলেন। এছাড়া কৃষি মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেন তিনি।
২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রথম নারী সচিব হিসাবে যোগ দেন ফাতিমা। এই দায়িত্ব আসার আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্সের মহাপরিচালক ছিলেন। এর আগে ইআরডিতে থাকা অবস্থায় বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, এডিবি ও আইডিবির সঙ্গে কাজ করেছেন ফাতিমা।
debjit publisher