অর্থনীতিতে অদৃশ্য হস্ত কী?

1 Answers   8.3 K

Answered 2 years ago

চীনের নারীরা নিজের সুখে বিনিয়োগ করায় She Economy এর উত্থান: চীনে নারীরা উচ্চশিক্ষা গ্রহণ করে চাকরি এবং ক্যারিয়ারের দিকে অধিকতর মনোযোগী হচ্ছে তবে পরিবার গঠন করতে বিলম্ব করছে। ক্ষেত্রবিশেষে তারা পরিবার গঠনে অনাগ্রহ দেখাচ্ছে এবং ব্যক্তিগত আয়েশের জন্য খরচের পরিমাণ বৃদ্ধি করছে । বিলাসবহুল ফ্যাশন, ফিটনেস এবং পোষা প্রাণীর আনুষাঙ্গিক প্রয়োজন মেটাতে তারা প্রচুর অর্থ ব্যয় করছে আর এভাবে আধুনিক চিনা নারীদের অনেকে নিজেদের সুখের প্রতি অধিকতর যত্নবান হচ্ছেন।

ফলশ্রুতিতে চিনে বিবাহ ও জন্মহার সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে । যদিও চিনা শহরগুলি প্রজনন হার বাড়ানোর জন্য বিভিন্ন প্রণোদনা চালু করছে - যেমন বিয়ের পর ৩০ দিনের সবেতন ছুটি দেওয়া বা সন্তান জন্মের জন্য বড় অংকের ভর্তুকি দেওয়া কিন্তু মহিলারা এই সমস্ত 'অফার' গ্রহণ করছেন না।

বাচ্চাদের লালন-পালনের ঝক্কি ঝামেলা এবং বিপুল খরচ ছাড়াও পরিবার থাকাকে ক্রমবর্ধমান হারে চিনা মেয়েরা ক্যারিয়ার এবং স্বাধীন জীবন যাপনে বাধা হিসেবে দেখছে। পরিবর্তে চিনা মহিলারা নিজের ভালো থাকার জন্য ব্যয় বাড়াচ্ছে।

চিনা নারীরা এখনও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তার মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে বৈষম্য, আয়ের বৈষম্য, অন্যায্য সামাজিক প্রত্যাশা, এমনকি পারিবারিক মূল্যবোধ বজায় রাখার জন্য সরকারী চাপ। যাইহোক, আধুনিক চিনা মহিলারা প্রমাণ করছে যে তাদের চাহিদা পূরণ করতে এবং সুখ খুঁজে পেতে কোনও পুরুষ বা পরিবারের প্রয়োজন নেই।

বিভিন্ন ভোক্তা প্রতিবেদনে দেখা যায়, তারা তাদের অর্থে উপহার কিনছে, ভ্রমণ করছে, শরীরের যত্ন নিচ্ছে, ব্যয়বহুল কসমেটিক সার্জারি করছে আর এমন সব বিষয়ে খরচ করার সময় তাদেরকে অধিকতর সুখী দেখাচ্ছে।

এই যুবতী মহিলারা পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসাবে দেখেন এবং সেগুলোর পেছনে বিপুল অর্থ খরচ করেন। আলিবাবা জানাচ্ছে শিশুদের ব্যবহার্য কাপড়চোপড়, খাদ্য সামগ্রী, ডায়াপার ইত্যাদির ব্যবসা লাটে ওঠার যোগাড় হলেও গত ছয় বছরে পোষা প্রাণীর পেছনে গড়ে প্রতি বছর ১৫ শতাংশ হারে ব্যবসার প্রবৃদ্ধি হচ্ছে।

- জিং ডেইলি।

Rahul
Rahul
358 Points

Popular Questions