অভিজ্ঞতার জন্য ছোট খাটো দু-একটা প্রেম করা উচিত কি, আপনার মতামত জানাবেন কি?

1 Answers   11.5 K

Answered 2 years ago

আপনি একটি শিশুকে বললেন, "চকলেট খাবি, চল দোকানে যাই। "

দোকান থেকে তাকে চকলেট কিনে দিলেন। বললেন বাড়িতে ফিরে খাবে। ছেলেটি বাড়ি ফিরে এসে চকলেটের প্যাকেটটা ধীরে ধীরে খুললো যাতে একটুও চকলেট নষ্ট না হয়। সে প্যাকেটে লেগে থাকা কিছুটা চকলেট বেশ তৃপ্তিভরে চেটে খেলো‌। এরপরে আসল চকলেটের কামড় বসাতে যাবে, এমন সময়ে, আপনি চকলেটটি কেড়ে নিয়ে পালিয়ে গেলেন।

এমন অবস্থায় ছেলেটির মনের অবস্থার কথা ভেবে দেখুন।

"প্রেম" ঠিক ওই চকলেটের মতন অত্যন্ত মধুর। আপনি শুধুমাত্র অভিজ্ঞতার জন্য প্রেম করতে চেয়ে, আপনার প্রিয় মানুষটিকে স্বপ্ন দেখিয়েছেন, ভালবাসার স্বপ্ন, ঘর বাঁধার স্বপ্ন।

আপনার মতন অপরদিকের মানুষটি অভিজ্ঞতার জন্য প্রেমে পড়েননি, আপনাকে সত্যি ভালোবেসেছে। আপনার চলে যাওয়া পরে তার সুন্দর জীবন খারাপদিকে মোড় নিতে পারে। প্রেম যখন খারাপ দিকে চলে যায় জীবন মধুর থেকে তিক্ততে পরিণত হয়।

তাই অভিজ্ঞতার জন্য অনেক বিষয় পেয়ে যাবেন, এক্ষেত্রে প্রেম বিষয়টিকে বাদ দেওয়াই শ্রেয়।

Smile.

Tasfun Khan
tasfinkhan
528 Points

Popular Questions