Answered 2 years ago
একটু পাগল কিসিমের হলেও.. মানুষ ভালো৷
তারা খুব সহজেই, সামান্য ব্যাপারে অস্থির হয়ে পড়ে।
স্বামীকে চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যাবে এমন ভেবে নিজেকে বিষিয়ে তুলে।
বাচ্চাকাচ্চাদের ব্যাপারে খুব বেশি চিন্তা করে, সবসময় কন্ট্রোল করার একটা প্রবনতা কাজ করে। তারা এদিক থেকে ওদিক হলেই নিজেদের দোষারোপ করে।
সামান্য একটা ঘটনা কে চিন্তা করে করে অনেক বড় করে।
ওভার অল…একজন ওভারথিংকিং করা মানুষ যেকোনো ব্যাপারেই অভারএক্সপ্রেসন দেয় এবং হতাশ হয়ে যায়।
কিন্তু এই মানুষ গুলো একটু বেশিই সরল, আবেগী আর গাধা ধরনের হয়,যাকে বিশ্বাস করে তার মিথ্যাও বিশ্বাস করে, যাকে বিশ্বাস করে না তার অকাট্য সত্য ও বিশ্বাস করে না৷
তাই যদি জানেন আপনার পার্টনার ওভারথিংক করে তবে তার ব্যাপারে একটু আন্ডারস্ট্যান্ডিং হওয়ার চেষ্টা করুন, মাঝে মাঝে তার ভুল গুলোতে খেপে না গিয়ে সাবধানে বুজান এবং একটু ধৈর্য ধারন করে তারে সময় দিন৷
একদিন এই স্যাক্রিফাইস এর প্রতিদান হিসেবে বুঝতে পারবেন, এরকম বিশ্বস্ত বউ আর আবেগ ভরা একটা মেয়ে আপনি কোথাও পাবেন না।
এই সবটা বলার কারন... আমি নিজেও একজন ওভারথিংক করা মানুষ, যে আশেপাশের মানুষের ধৈর্য ও সহ্যের অসীম সাহায্যে ওভারথিংকিং কমাতে পেরেছি অনেক গুণ…
Rahul publisher