অফিসে আমাদের সিনিয়রকে ‘স্যার’ না বলে কী ডাকতে পারি?
0
0
1 Answers
4.7 K
0
Answered
1 year ago
আপনি অফিসে সিনিয়ার কে কি বলে সম্বোধন করবেন তা নির্ভর করে নিম্নোক্ত বিষয়ের উপর , বাংলাদেশ এর আলোকে বল্লে :
১. আপনি যদি সরকারি অফিস এ চাকুরী করেন তবে স্যার বলা বাধ্যতামূলক
২. কিছু কিছু কর্পোরেট অফিসে স্যার আবার কিছু কিছু বেসরকারি অফিসে ভাই / দাদা বলে ডাকা হয়
৩. তবে বেসরকারি ব্যাঙ্ক গুলোতে কাস্টমার কে স্যার বলে ডাকা হয়
আবার আপনি যদি উন্নত দেশের কথা ভাবেন সেখানে Mr X, Mr y নামে ডাকা হয়
আপনি আপনার উত্তর দেয়ার চেষ্টা করেছি জানিনা কতটুকু নেই কাজে লাগবে
babynaznin publisher