Answered 2 years ago
জীবনসঙ্গী মানে কি স্ত্রীর কথা বলছেন ? না কি স্বামীর কথা? সে যাই হোক, স্ত্রী হোক বা স্বামী হোক, জীবনসঙ্গী তো। সেখানে জীবনটাই মুখ্য। আর সেই জন্যই, আমার মতে, জীবন আর জীবিকাকে আলাদা রাখাই ভালো। জীবিকার তাগিদ আর জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতি ও প্রয়োজনকে মিলিয়ে মিশিয়ে একাকার হতে দিলে ঘোলা জলের ডোবায় রাজহাঁস না এসে হাঙর কুমীরের ভিড় হতে পারে। কখনও কখনও সমুদ্রতীরে দাঁড়িয়ে দেখেছেন নিশ্চয়ই — দূরে, দিকচক্রবালে সমুদ্র ও আকাশের নীল নীলিমার কি অদ্ভুত মাখামাখি। ভেবে দেখুন, ওদের নীলিমাই পরস্পর মিশেছে, কিন্তু ওদের মাঝখানে রয়ে গেছে এক দুস্তর ব্যবধান। ঐ ব্যবধান যদি সংকুচিত হত, তাহলে আকাশ হারাত তার নীলিমা, সমুদ্র হারাত তার সৌন্দর্য ও স্বাদ। তাই বলি, জীবন আর জীবিকাকে রাখূন দূরে দূরে ঐ আকাশ আর সিন্ধুর মত। যাতে জীবিকার নীলিমা ঝরে পড়ে সৃষ্টি করুক এই জীবনের বুকে এক অজৈব আনন্দ ও সৌন্দর্যের লীলা-নিকেতন।
Irin Islam publisher