Answered 2 years ago
মানুষ বড় অদ্ভুত প্রানী। সমস্ত নক্ষত্রপুঞ্জে যত রহস্য লুকিয়ে আছে তারচেয়ে বেশি রহস্য মানুষের মন। কিছু মানুষ জেনে, শুনে, বুঝে মন্দ কাজ করে। আর কিছু মানুষ না জেনে, বুঝে মন্দ কাজ করে ফেলে। একজন ভালো মানুষ যখন নিজের অজান্তেই কোনো মন্দ কাজ করে ফেলেন তখন তার মধ্যে অনুসূচনা হয়। যারা সব সময় নিজের বিবেক জাগত রাখেন- তাঁরা মূলত অপরাধ মূলক কাজ করেন না। এজন্য প্রতিটা মানুষের উচিৎ নিজের বিবেকটাকে জাগ্রত রাখা। বিবেক জাগ্রত থাকলে সকল প্রকার অন্যায় কাজ থেকে দূরে থাকা যায়।
সমাজে কিছু মানুষের সীমাহীন টাকা আছে। যারা সীমাহীন টাকার মালিক তাঁরা টাকা দিয়ে শত শত অন্যায় করায়। আর সমাজে কিছু মানুষের টাকা নেই বলে, অল্প কিছু টাকার বিনিময়ে অন্যায় কাজ গুলো করে। যাইহোক, এবার আপনার প্রশ্নের উত্তরে আসি- ধরুন, আমি আপনার কাছে একটা অন্যায় করেছি, দোষ করেছি বা অপরাধ করেছি। এখন আমার মনে অপরাধবোধ কাজ করছে। ভালো লাগে না। ঘুম আসে না। ছটফট লাগে। এই যন্ত্রনা থেকে মুক্তির জন্য আমার আপনার কাছে যেতে হবে। আপনার কাছে অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চাইতে হবে। এবং আপনি যদি আমায় ক্ষমা করেন তাহলে আমি অপরাধবোধ থেকে মুক্তি পেতে পারি।
এজন্য আমি কারো কাছে অপরাধ করলে, এবং আমি নিজে যদি অনুভব করি- হ্যাঁ আমার ভুল হয়েছে। অন্যায় হয়েছে। সাথে সাথে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিই। নিজে দোষ করলে, সেটা স্বীকার করলে লজ্জার কিছু নেই। বরং যার কাছে অপরাধ করা হয়েছে, সে খুশি হয়। ক্ষমা দিয়ে দেন। আমার সাথে কেউ অন্যায় করলে আমি তাকে ক্ষমা করে দেই। মানুষের ভালো ভালো কথা গুলোই আমি মনে রাখতে চাই। মানুষের জীবন অনেক ছোট। কখন কে কবে মরে যাই ঠিক নাই। কি দররকার হিংসা করে, হানাহানি করে।
Azhar Ali publisher