Answered 2 years ago
১/ আইফোনের ডুয়েল সিম না থাকার অন্যতম কারন ক্যারিয়ার লক। ধরেন আপনি আমেরিকা থেকে ক্যারিয়ার লক আইফোন কিনেছেন। যা আমেরিকার AT&T সিম কোম্পানির সাথে চুক্তি করা। এই আইফোন কিনলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন আমেরিকার বাজার বিবেচনায়। তাই ঐ কোম্পানি নিশ্চই ঐ মোবাইলে অন্য কোম্পানির সিম ইউজ করার সুযোগ দিবে না। আপনার ও হয়তো একই কোম্পানির দুইটা সিম ইউজ করার দরকার নেই।
আইফোন সাধারণত দুই ধরণের সেল হয়।
১/ ক্যারিয়ার লক
২/ ক্যারিয়ার আনলক।
এখন এই ক্যারিয়ার লক সেট আপনি বাংলাদেশে নিয়ে আসলে এই লেখা শো করবে। মানে সিম সাপোর্ট করবে না।
এর ফলে মানুষ আইফোন কিনতে আগ্রহী হয় আর কোম্পানি গুলোও প্রচুর লাভ করতে পারে।
২/ ল্যাম্বরগিনি, ফেরারি, বুগাটি যেমন সবার জন্য কার তৈরি করেনা। আইফোন সব ধরণের ক্রেতার কথা চিন্তা করে মোবাইল প্রস্তুত করে না। যখন কোন ক্রেতার মনে হবে তার আরেকটা সিম ইউজ করা দরকার তখন সে আরেকটা আইফোন কিনবে। ডুয়েল সিম থাকলে কিন্তু সে আরেকটা আইফোন কিনতো না। যার ফলে সে আরেকটা আইফোন কিনবে। এটাও এপেল কোম্পানির বিক্রি কৌশল।
এখন আপনার মনে হতে পারে যে সে আরেকটা আইফোন না কিনে টেকনোর ক্লাসিক বা বাটন সেট ও তো ইউজ করতে পারে। ইউজ করতেই পারে। কিন্তু এখানেও কথা আছে। ধরেন যে "রেঞ্জ রোভারে" করে অলটাইম চলা ফেরা করে সে নিশ্চই মারুতি আল্টো ৮০০ কিনবে না !!!
তো ঘুরে ফিরে আইফোন-ই কিনবে। বরং সে প্রতি বছর আইফোন এর লেটেস্ট মডেল কিনবে। আগের মোবাইলে অন্য সিম ইউজ করবে!!! এছাড়া আইওএস এর কিছু সিকিউরিটির বিষয় আছে। যার জন্য এক সিম থাকাটা অনেক গুরুত্বপূর্ণ।
বিঃদ্রঃ আইফোনে ডুয়েল সিমের অপশন আছে। তবে সেটা ই-সিম। সাধারণ সিম নয়। এই সেবা বিশ্বের বেশীরভাগ দেশে নেই। এ থেকে বোঝাই যায় কেন আইফোন ই-সিম ইউজ করতে দিলেও ডুয়েল সিম ইউজ করতে দিচ্ছে না।
shaira985 publisher