Answered 2 years ago
কুনজর হিন্দু বা কাফেরদের যুক্তিতে আসতে পারে। যাকে হিন্দুরা শনির দৃষ্টি বলে। মানে শনি তাকানোর ফলে গণেশের মাথা কেটে গেল এবং হাতির মাথা লাগান হলো। ইসিলামেও কী শনিদেব আছে নাকি যে সেই শনিগুলো মেয়েদের বুকের দিকে তাকালে মেয়েদের বক্ষ খোসে পড়বে বা চোখের বা মুখের দিকে তাকালে চোখ বা মুখ আগুনে পুড়ে যাবে? যদি না, তাহলে কু-দৃষ্টি কী এবং সেই দৃষ্টিতে মেয়েদের কোন কোন অঙ্গহানী হোয়েছে? বরং কু-দৃষ্টি যে দিয়েছে তার লুঙ্গি ফুঁড়ে ইমানদন্ড দাড়িয়ে পড়েছে।
premaislam publisher