অন্যের সফলতা দেখলে নিজের মধ্যে হিংসা কাজ করে। এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে?

1 Answers   2 K

Answered 2 years ago

আপনি হিংসা থেকে মুক্তি চান। কি দেখে হিংসা হয়? অন্যের সফলতা দেখে হিংসা হয়। সেই সফলতাগুলো কেমন?

পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। ভালো চাকুরী পেয়েছে। বড় ব্যবসা করেছে। দামী গাড়ি কিনেছে। কত সোনা, হীরা, ইত্যাদির গয়না কিনেছে। বড় বাড়ি বানিয়েছে। খুব ভালো বিয়ে করেছে। তাদের বাচ্চাটা খুব সুন্দর। প্রতিবেশীর ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ে। ইত্যাদি দেখে হিংসা হয়। তাই তো?

এমন হিংসা আমারও হয়।

জাকির নায়েক, হাজার মানুষের সামনে বক্তৃতা দেয়, তার কথা শুনে মানুষ ইসলাম গ্রহণ করে। সেটা দেখে আমার হিংসা হয়।

ডাক্তার দেবী শেটি, হাজার মানুষের হার্ট অপারেশন করে, বিশ্বের সেরা হার্ট সার্জন হয়। সেটা দেখে আমার হিংসা হয়।

নোবেল বিজয়ী ডঃ ইউনুসকে যখন বিদেশে সম্মানিত করা হয়। সেটা দেখে আমার হিংসা হয়।

ভারতের কোন চোখের ডাক্তার এর অপারেশনে হাজার মানুষের দৃষ্টিশক্তি ফিরে এসেছে। সেটা দেখে আমার হিংসা হয়।

মাত্র ৩০ বছর বয়সের একটি লোক, ২০০০ সালে, একটি ওয়েব সাইটের (গুগল) মাধ্যমে বিশ্ব বিখ্যাত হয়। সেটা দেখে আমার হিংসা হয়েছিলো।

মাত্র ২০ বছর বয়সের একটি ছেলে, ২০০৫ সালে, একটি ওয়েব সাইটের (ফেসবুক) মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত হয়ে যায়। সেটা দেখে আমার হিংসা হয়েছিলো।

এডাম ও চার্লি নামক এই দুইজনকে দেখে আমার হিংসা হয় (ছবি দেখুন)। তারা Quora এর প্রতিষ্ঠাতা।

মানুষ তো অবশ্যই হিংসা করবে। এই হিংসার জন্য তুলনা করা যায়, প্রতিযোগিতা হয়। এমন প্রতিযোগিতা মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। আপনি যদি হিংসা করা ছেড়ে দেন, তাহলে জীবনটাই আপনার কাছে উদ্দেশ্যেহীন মনে হবে।

হিংসা করবেন, অবশ্যই হিংসা করবেন। তবে, কি দেখে হিংসা করেন, সেটা আপনার স্ট্যাটাস জানিয়ে দেয়। স্ট্যাটাস-ওয়ালা হিংসুক হোন। যে নিজের উন্নতি করেছে, তাকে হিংসা না করে, যে লোকটা মানব-জাতির উন্নতি করে, তাকে হিংসা করুন

Jahidul islam
jahidulislam06
238 Points

Popular Questions