Answered 2 years ago
রাত জেগে পড়ার অভ্যাস যাদের, পাশের জনের গালাগালি শোনেননি এমন পাঠক পাওয়া খুব কঠিন হবে। কিন্তু, কাহিনীর চুড়ান্ত পর্যায়ে বই রেখে কি ঘুম চোখে আসে ? শীতের রাত হলে না হয় কম্বলের মাঝে টর্চ জ্বালিয়ে পড়া যেত, কিন্তু গরমের সময় তো সম্ভব না । তাহলে উপায় কি?
না কাউকে বিরক্ত করতে হবে না, কারো ঘুমেও ব্যাঘাত ঘটবে না । কারণ আপনি এখন আর লাইট জ্বালিয়ে পড়বেন না । না না, পড়তে নিষেধ করি নি, অবশ্যই পড়বেন, কিন্তু লাইট জ্বালিয়ে না পড়লে আপনার পাশের জন কেন আপনার উপর মন খারাপ করবে? ।
নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, লাইট না জ্বালিয়ে কিভাবে পড়বো? অবশ্যই পড়তে পারবেন । কারণ, এখন আপনার জন্য এসে গেছে স্মার্ট এলইডি বুক লাইট ( Smart LED Book Light )।
স্মার্ট এলইডি বুক লাইট ( Smart LED Book Light ) :
একনজরে বুক রিডিং লাইট:
সাইজ - সাধারণ বই এর সাইজ অনুযায়ী তৈরি করা হয়েছে।
বহনযোগ্য - লাইটটি ভাজ করে একটি ছোট টর্চ বানিয়ে ফেলতে পারবেন ।
চার্জ - ৫০ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন ।
ব্রাইটনেস কম বেশি করা যায় ।
Moushumi Hamid publisher