অনেক মুসলিম দেশে রমজানে ব্যবসায়ীরা নিজেরাই পণ্যের দাম কমিয়ে দেন বলে শুনি। আমাদের দেশে দাম বাড়ে। তবে কি আমরা ভণ্ড মুসলিম?

1 Answers   8.8 K

Answered 2 years ago

আমরা ভন্ড মুসলিম তো বটেই। সেই সাথে ভন্ড দেশপ্রেমিকও। বিশ্বের বেশিরভাগ দেশই স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। কিন্তু আমাদের "মুক্তিযুদ্ধ" বিষয়ক আলোচনা শুনলে মনে হয়, সারা দুনিয়াতে একমাত্র আমরাই যুদ্ধ করেছি। স্বাধীনতার ৫০ বছর পরেও স্বাধীনতার পক্ষ-বিপক্ষ নিয়ে বিতর্ক হয়।

দেশপ্রেম নিয়ে আমরা সারাদিন আলোচনা করি, কিন্তু, দেশপ্রেম জিনিসটা যে কি, সেটা আমরা বুঝিই না।

অনেক আগে, একবার কলকাতাতে একটি ছোট মুদির দোকানে সামান্য কিছু কিনতে গিয়ে বুঝতে পারলাম, দুইদিন আগে সেই একই দোকানদার, একই জিনিসের বেশী দাম রেখেছিল। আমি তাকে এর কারন জিজ্ঞেস করলাম। দোকানদার জানালো, আগের দিন দামটা সঠিক ছিল, কিন্তু আজকে কম দাম নিচ্ছে। এলাকায় বন্যা হচ্ছে, তাই বিভিন্ন দোকান, আজকে কম মূল্যে বিক্রি করছে। উল্লেখ্য, সেটা এত ছোট বন্যা ছিল যে আমি সেই বন্যার পানি দেখিনি, বন্যা টেরই পাইনি। আথচ দোকানদারেরা জিনিস পত্রের দাম কমিয়ে দিয়েছে। এটাকে দেশপ্রেম বলে।

আমাদের দেশে বন্যার সময়, পন্য মজুত করে, দাম বাড়িয়ে দেয়। আমাদের দেশপ্রেম হল, কথায় কথায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, চেতনা, ইত্যাদি বলা। দেশপ্রেম জিনিসটা আমরা চিনিই না।

ভারতে পুজার সময় কম মূল্যে জামা কাপড় বিক্রি করে। খ্রিস্টান দেশগুলিতে বড়দিনের সময় কম মূল্যে জামা কাপড় বিক্রি করে। এভাবে তারা বেশী ক্রেতা আকৃষ্ট করে, বেশী ব্যাবসা করে। পুজার বা বড়দিনের সময় কমদামে জামা কাপড় কেনাটা একটা আনন্দের বিষয়। ওদিকে আমাদের দেশে, ইদের সময় উচ্চমুল্যে জামা-কাপড় বিক্রি করে। বেশী দামে কিনতে পারাটা একটা গর্বের বিষয়।

গরু ছাগলের জন্য ইসলাম নয়। ইসলাম জিনিসটা মানুষের জন্য। প্রথমে মানুষ হতে হবে, এর পরে সঠিক মুসলমান হওয়া যাবে।


Mamun Khan
Mamun Khan
540 Points

Popular Questions