Answered 2 years ago
অহংকারে ফাঁদে পা দিতে পারার সম্ভাবনা বাড়ে। মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করার স্বভাব চলে আসতে পারে। নিজের ভেতরে থাকা বায়াসগুলা আরো গভীর হয়ে যেতে পারে (সব মতের লেখা পড়া দরকার তাই)।
তাই বই পড়ার চাইতে চিন্তাশীল হওয়া বেশি দরকার। যতটুকু পড়া হবে অন্তত ততটুকু চিন্তা করার দরকার আছে।
দুনিয়ার সমস্যা কিন্তু শুরু করে বইপড়া লোকেরাই, আর না-পড়া লোকেরা সেখানে বাতাস দেয়।
liton publisher