Answered 1 year ago
ভারত নিয়ে বেশি অবসেসড হওয়ার কারনে সব কিছুতেই ভারতকে দায়ী করে।
বাংলাদেশিদের মধ্যে দুই ভাগ আছে। এক ভাগ ভারতপ্রেমী। আরেক ভাগ পাকিস্তান প্রেমী ও ভারত বিদ্বেষী।
মনে রাখতে হবে বাংলাদেশিরাই ভারতকে ভেংগেছিলো ১৯৪৭ সালে। তাই সব বাংলাদেশি যে ভালো এটা ভাবলে মারাত্মক ভুল করবেন।
বাংলাদেশিদের মধ্যে যারা ভারতের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্বীকার করে এবং যারা অসাম্প্রদায়িক বাঙালি চেতনায় বিশ্বাসী তারা ভারতকে ভালোবাসে কিন্তু এই ধরনের বাংলাদেশির সংখ্যার চাইতে বর্তমানে ভারত বিদ্বেষী বাংলাদেশির সংখ্যা লক্ষ্যনীয়ভাবে বেশি। এর কারন অবশ্যই ৮০ ভাগ ক্ষেত্রে ধর্মীয়।
বাংলাদেশে যদি ভারত বিদ্বেষ বেড়ে যায় তবে বুঝবেন দেশে জংগীবাদ ও সাম্প্রদায়িকতা বেড়ে গেছে।
ভারতের অভ্যন্তরীন বিষয় নিয়েও অনেক বাংলাদেশি অনেক বেশি অবসেসড।
এখন দেখবেন কাল্পনিক খালিস্তান নিয়ে কিছু বাংলাদেশি উল্টাপাল্টা লিখছে কোরাতে। এদের এসব কথার গুরুত্ব কেউই দেয় না। না আছে এদের নিজেদের পায়ের তলায় মাটি, না আছে পাছায় কাপড়। এরা হাগু করে পোদ না সাফ করলেও সেটা ভারতের দোষ মনে করে।
এদের মাঝেও এখনো অনেক বাংলাদেশি আছে যারা ভারতকে অত্যন্ত কাছের দেশ মনে করে। হয়তো আমিও তেমনি একজন কিন্তু সব বাংলাদেশি তো আর এক না। বাংলাদেশিদের ভারত বিদ্বেষী হওয়ার পিছনে মূল কারন ধর্মীয়। সেটাকে ধামাচাপা দিতেই অন্যান্য তুচ্ছ কারনগুলো সামনে নিয়ে আসা হয়।
Raha publisher