অনেকে নার্সদের বিয়ে করতে চায় না কেন?

1 Answers   13.9 K

Answered 2 years ago

উত্তরের অনুরোধ জানিয়েছেন সত্যম সাহা (Satyam Saha)।

Nurse বা সেবিকা কিম্বা, nursing একটি পেশা।

বিয়ের ব্যাপারে, কেউ হয়তো চাইবেন, তাঁর স্ত্রী যেন পেশাগত বৃত্তে নিযুক্ত থাকেন বা কেউ চাইবেন, স্ত্রী যেন পেশাগত বৃত্তে নিযুক্ত না থাকেন।

এসব ব্যাপারে, নানারকম ফ্যাক্টর যেমন আর্থিক স্বাচ্ছন্দ্য, পরিবারের লোকজনদের দেখাশোনা, ঘর সামলানো, এরূপ নানা বিষয় কাজ করে। যাঁর যেভাবে সুবিধে হয়, তিনি সেভাবে সিদ্ধান্ত নেন।

এখানে নার্স বলে, আলাদাভাবে চিহ্নিত করার কোনো বিশেষ গুরুত্ব নেই।

প্রশ্নটি হতে পারে,

কেউ চাকুরীজীবী মেয়েকে বিয়ে করতে পছন্দ করেন কেন ?

অথবা,

কেউ চাকুরীজীবী মেয়েকে বিয়ে করতে পছন্দ করেন না কেন ?

দু'ক্ষেত্রেই, গ্রহনযোগ্য যুক্তি রয়েছে।

ধন্যবাদ।

Ahona Sardar
ahonasardar
463 Points

Popular Questions