অনেকেই বলে, ব্রিটিশরা যে পরিমাণ সম্পদ ভারত থেকে নিয়ে গেছে, সেই পরিমাণ দিয়েও গিয়েছে। এর ভিত্তি কতটুকু?

1 Answers   6.4 K

Answered 2 years ago

৪২ এর মন্বন্তর খুব বেশি ইংরেজি কাগজে লেখা হয়নি চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরো ছিলেন বলে। আমেরিকান এবং ইংরেজ সংবাদমাধ্যম চার্চিল ভারতে হিটলারের কাছাকাছি লোক মেরেছিলেন এটা কখনোই প্রচার করবনা। আজ বললে সব জায়গায় গালাগাল খেতে হয়।

আমি আর্থিক সম্পদের পরিমান নিয়ে কথা বলবনা।

মানবিক সম্পদ নিয়েই বলি।

১৯৫৫ সালে ভারতের জনসংখ্যা ছিল প্রায় ৪০ কোটি।

২০১৯ সালে তা ১৩৩ কোটি।

এই সংখ্যা থেকেই বোঝা যায় যে পরাধীন ভারতে মানুষ যথেষ্ট খারাপ অবস্থাতেই ছিল। যেখানে ভারতীয় ভূখণ্ডে ১৮৬০এরপর কোনো বড় যুদ্ধ হয়নি । সেই ভূখণ্ডে যাতে পাঞ্জাব আর বাংলা , পৃথিবীর দুই সবথেকে উর্বর জায়গাতে দুর্ভিক্ষ কিকরে হয় তার কোনো কারণ নেই।

এই একই সময় ভারতীয় চাষীদের জোর করে আফিম চাষ করিয়ে চীন দেশে পাঠিয়েছে ইংরেজরা পর্যায়ে ১৮২০ থেকে।

তার জন্য চীনারা ভারতীয়দের আজ ক্ষমা করেনা।

অনেকে বলবেন যে মানুষের সংখ্যা তো পৃথিবীতে সব জায়গা তে বেড়েছে। কিন্তু এত লোককে খাওয়ানোর ক্ষমতা ভারতে এসেছে । এই ক্ষমতা ছিলোনা।

ভারতে একটা দুর্ভিক্ষর খবর খুঁজে দেখান। কয়েক বছর আগে এমলাসল বলে একটি জায়গাতে শুধু কয়েকটি পরিবারের কষ্টের খবর পাওয়া গেছিলো।

সেক্যুলার বামপন্থী রা যায় বলুক, এখন দেশে মানুষ খেতে পায়।

এর থেকেই বোঝা যায় ইংরেজ শাসন কি ছিল।


Ripon Ahmed
Ripon Ahmed
593 Points

Popular Questions