অনেকেই বলছেন AI নাকি ফ্রিল্যান্সারদের কাজ কেড়ে নিচ্ছে। এখন নাকি ফ্রিল্যান্সিং ডিজাইন শিখে লাভ নেই। আপনার মতামত কী?

1 Answers   7.6 K

Answered 1 year ago

এই ছবিটি ১৩০ বছর আগের। এখানে রাস্তায় ঘোড়ার গাড়ি চলতে দেখা যাচ্ছে। তখন মোটর গাড়ি আবিষ্কার হয়েছিলো ঠিকই, কিন্তু তখনো সেভাবে রাস্তায় ব্যাবহার শুরু হয়নি। মানুষ ঘোড়ার গাড়ীতে চলাফেরা করতো। এরব ঘোড়ার গাড়ী চালানোর জন্য এক ধরনের মানুষ কাজ করতো, তাদেরকে গাড়োয়ান বলে। ওই দিনগুলোতে মানুষের মনে এমন একটি ভাবনা ছিলো - মোটর গাড়ি রাস্তায় নামলে, ঘোড়ার প্রয়োজন হবে না ; গাড়ি চালকের চাকরী থাকবে না। আজকের দিনে রাস্তায় মোটরগাড়ি চলছে। গাড়ি চালকের চাকরী কি বিলুপ্ত হয়েছে? না, বিলুপ্ত হয়নি। যে পেশাদার লোকগুলো ঘোড়ার গাড়ী চালাতো ; তারা এখন মোটর গাড়ি চালাচ্ছে। আগে যারা ছিলো গাড়োয়ান ; এখন তারা হয়েছে ড্রাইভার। ছবিতে self drive car দেখা যাচ্ছে। এটা এমন এক গাড়ি, এটা নিজেই চলতে পারে। লক্ষ্য করুন - এই গাড়ির কোন steering wheel নেই। গড়িটি চালানোর মতন কোন ধরনের যন্ত্রপাতি নেই। এমন গাড়ী নিজে নিজে চলে। কিভাবে নিজে চলে? গাড়িকে বলতে হয়, অমুক যায়গায় নিয়ে চলো। ব্যাস, গাড়ী নিজেই ম্যাপ দেখে পথ চিনে, সেই যায়গায় নিয়ে যায়। হয়তো আগামী ১০-২০ বছরের মধ্যে এমন গাড়ি অনেক বেশী পরিমানে দেখা যাবে। ভবিষ্যতে এমন একটা সময় আসবে, যখন রাস্তার সকল গাড়ীই এমন স্বয়ংক্রিয়। তেমন পরিস্থিতিতে কি ড্রাইভারের চাকরী বিলুপ্ত হবে? না, বিলুপ্ত হবে না। গাড়ি নিজে নিজে চললেও, সেটা পর্যবেক্ষণ ও নির্দেশনা দেবার জন্য লোক লাগবে। এমন স্বয়ংক্রিয় গাড়িতে চড়ে আপনি অমুক যায়গায় যাচ্ছেন। পথে কোন এক যায়গায় থেমে কোন কিছু কিনতে হবে। সেজন্য গাড়িকে নির্দেশনা দিতে হবে। গাড়িটিকে গাছের ছায়ায় দাঁড় করিয়ে রাখার জন্য নির্দেশনা দিতে হবে। যাত্রাপথে হটাত মনে হলো - অমুক যায়গায় না গিয়ে তমুক যায়গায় যাব। সেজন্য গাড়িকে নির্দেশনা দিতে হবে। মোট কথা, গাড়ি যতই স্বয়ংক্রিয় হোক না কেন ; গাড়িটিকে বিভিন্ন নির্দেশনা দিয়ে পরিচালনা করতে হবে। গাড়ী আপনার মনের কথা বোঝে না ; গাড়ি আপনার চাহিদা বোঝে না। গাড়ীকে নিজে নির্দেশনা দিবেন ; অথবা আপনার কোন কর্মচারী নির্দেশনা দিবে। এভাবে নির্দেশনা দিয়ে যে লোকটি গাড়ি পরিচালনা করবে, তাকে হয়তো instructor নাম দিবেন। কি বুঝলেন? প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের কাজ বদল হয়, পেশার নাম বদল হয় ; কিন্তু মানুষের কাজ বিলুপ্ত হয় না। প্রাচীনকালে মানুষ নিজে ঠেলে ঠেলাগাড়ি চালাতো। মধ্যযুগে গাড়োয়ান ঘোড়ার গাড়ি চালিয়েছে। এখনকার যুগে Driver মোটর গাড়ি চালাচ্ছে। ভবিষ্যতে Instructor স্বয়ংক্রিয় গাড়ি নিয়োন্ত্রন করবে। মানুষের কাজ কখনো শেষ হবে না। প্রযুক্তির উন্নতিতে মানুষের কাজ সহজ হয় ; কিন্তু কখনোই কাজ বন্ধ হবে না। উপরের এই তিনটি পোস্টার দেখুন। একই ব্যান্ডের তিনটি কনসার্টের পোস্টার। মাঝখানের পোস্টারটি বানিয়েছে ১৯৭০ সালে। দুই পাশের পোস্টার দুটি বানানো হয়েছে ১৯৭৩ সালে। এখানে বোঝার ব্যাপার হলো, আজকের দিনে আপনি গ্রাফিক্স ডিজাইন করার জন্য যে Photoshop আর Illustrator ব্যাবহার করেন, সেসবের জন্ম হয়েছে ১৯৮৭ সালে। আপনার পরিচিত Windows এসেছে ১৯৯৫ সালে। গুগলের জন্ম হয়েছে ১৯৯৯ সালে। এক কথায় - কম্পিউটার ব্যাবহার করে গ্রাফিক্স ডিজাইন সম্ভব হবার অন্তত ১৫ বছর আগে ওই তিনটি পোস্টার ডিজাইন করেছে। কি বুঝলেন? কম্পিউটার ছাড়া গ্রাফিক্স ডিজাইন করেছে। যখন কম্পিউটার ব্যাবহার করে গ্রাফিক্স ডিজাইন শুরু হলো, তখন লোকজন ভেবেছিলো - গ্রাফিক্স ডিজাইনাররা চাকরী হারাবে। কিন্তু সেটা হয়নি। গ্রাফিক্স ডিজাইন আসলে একটি শিল্প। যারা এই কাজটি করে, তারা হলেন শিল্পী। যখন কম্পিউটার ছিলো না ; তখন রং-তুলি দিয়ে ছবি একে ডিজাইন করতো। এখন কম্পিউটার এর মাউস দিয়ে ডিজাইন করে। ভবিষ্যতে AI কে নির্দেশনা দিয়ে ডিজাইন করবে। AI এর কারনে, মানুষের কাজ বিলুপ্ত হবে না ; কাজ সহজ হবে। যত উন্নতি হোক না কেন ; AI মানুষের মনের কথা বুঝবে না। তাকে নির্দেশনা দিয়ে কাজ করাতে হবে। যে লোকটি ওই কাজ ভালো জানে ; সে হবে সবচেয়ে ভালো নির্দেশক। মানুষের কাজ বন্ধ হবে না ; কাজের ধরন পরিবর্তন হবে।
Khalid Bin Walad
khalidbinwalad
117 Points

Popular Questions