Answered 2 years ago
আমি নিজেও দুইটা মোবাইল ব্যবহার করি। একটা বাটন সেট আছে যেটাতে একবার চার্জ দিলে ১৫ দিনের মতো ব্যাকআপ দেয়। তাছাড়া সার্বক্ষণিক এন্ড্রয়েড সেট চালালে মোবাইলে অ্যাডিকশন বাড়ে। এ কারণে আমি রাতে ঘুমোতো যাওয়ার আগে এন্ড্রয়েড সেট বন্ধ করে রাখি। মাঝে মাঝে ইচ্ছে করে দিনের বেলাতেও এন্ড্রয়েড সেট ইউজ করিনা। গুরুত্বপূর্ণ কথাবার্তা চালানোর জন্য বাটন সেটটাই অন রাখি। আমার মনে হচ্ছে, আমার মত এরকম অনেকেই এটি করে থাকে। কাজেই নিশ্চয়ই বুঝে গেছেন মানুষ কেন দুইটা মোবাইল ব্যবহার করে। তাছাড়া অ্যান্ড্রয়েড সেট কম ইউজ করলে পড়াশোনার প্রতি মনোনিবেশ করা যায় খুব সহজেই।
এটাতো গেল আমার রিজন। তবে সবার রিজন তো আর এক হবে না। অনেকে ভিন্ন ভিন্ন কারণেও দুইটা মোবাইল ব্যবহার করে।
karshedahmed publisher