Answered 2 years ago
আলি এক্সপ্রেস ভারতে আছে বলে তো শুনিনি। যদি থেকে থেকেও তবে এর জনপ্রিয় না হওয়ার প্রধান কারণ হবে বিজ্ঞাপনের অভাব।
ভারতের ই বিপনয়গুলির মধ্যে সব চেয়ে এগিয়ে আছে আমাজন আর ফ্লিপকার্ট। বাকি ই বিপনিগুলিকেও এরা কিনে নিচ্ছে। উদাহরণস্বরূপ স্ন্যাপডিল এর কথা বলা যেতে পারে। জনপ্রিয় এই বিপনিটিকে ফ্লিপকার্ট কিনে নিয়েছে।
উপরোক্ত বিপনীদুটির দ্রব্যসম্ভার বিশাল। জুতো সেলাই থেকে চন্ডীপাঠের সব সামগ্রীই এই দুটোতে পাওয়া যায়। কেনা জিনিস এরা খুব দ্রুত সরবরাহ করে থাকে। আমার বাড়িতে প্রত্যন্ত ত্রিপুরার লংতরাইভ্যালি তেও আমাজন ভারতীয় ডাক ব্যবস্থার মাধ্যমে এক সপ্তাহের মধ্যে জিনিস পৌছে দেয়। শহরাঞ্চলগুলিতে তো পরবর্তী দিনেই জিনিস পৌঁছে দেয়।
জিনিস পছন্দ না হলে পাল্টে নেওয়ার বা ফেরত দেওয়ার পদ্ধতিও খুব সহজ। যে সব লোকেদের ক্রেডিট বা ডেবিট কার্ড এ অগ্রিম লেনদেন করতে আরামদায়ক মনে হয়না ওনারা খুব সহজেই ক্যাশ টাকায় লেনদেন করতে পারেন। শুধুমাত্র এই সুবিধা না থাকার জন্য ই বে ভারতে মার খেয়ে যায়।
আলি এক্সপ্রেস বা অন্যান্য ই বিপনিগুলিকে ভারতে জনপ্রিয় হতে গেলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে।
asbankhan publisher