Answered 2 years ago
ব্যবসা গুরুত্বপূর্ণ একটা বিষয়।
ব্যবসা করার জন্য কিছু মূল বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।
যে বিষয়গুলো আপনাকে ব্যবসা করার জন্য চিন্তা করতে হবে তাহলে:
১. সব সময় সেইসব ব্যবসা করা উচিত যে ব্যবসা আপনার কাছে ভালো লাগে।
কেননা আপনি যদি সে ব্যবসা ভালই না লাগে তাহলে সারা জীবন এই ব্যবসাটি করা সম্ভব না।
২. ব্যবসায় লাভ লোকসান হতে পারে।
লাভ হলে আপনি যেমন খুশি হবেন ঠিক ক্ষতি হলেও হতাশ হওয়া যাবে না।
কেননা ক্ষতি হতে হতে এক সময় মানুষ ব্যবসায় লাভ করতে পারে।
৩. আপনি যে ব্যবসা ভালোভাবে বুঝেন সে ব্যবসায় আপনার করা উচিত।
সবচেয়ে ভালো হয় আপনি কিছুদিন ওই ব্যবসায় কাজ করে তার ভালো এবং খারাপ দিগ জেনে তারপর ব্যবসা নামা উচিত।
৩. প্রতিদিন কাজ করা উচিত।
কেননা কাস্টমার আপনার থেকে পন্য কিনতে পারে। তাই সব সময় আপনার উপস্থিত খুবই প্রয়োজন।
তাছাড়া আপনি যদি ব্যবসা কোন কর্মচারী রাখেন তাকে দেখাশোনা করার জন্য আপনাকে নিয়মিত উপস্থিত থাকা উচিত।
কেননা কর্মচারী মালিক না থাকলে অনেক চুরি করে।
এসব চুরি যাতে না করতে পারে সেসব বিষয় নিয়মিত খেয়াল রাখতে হয়।
৪. আপনি যে ব্যবসা করেন যদি ওই ব্যবসা একেবারে সবার থেকে আলাদা হয় এবং আপনার ব্যবসা খুব ভালো চলছে তাহলে ধরে নিবেন এই ব্যবসা অনেকেই নেমে পড়বে।
তাই সব সময় আপনার প্রতিযোগীর কথা মাথায় রেখে কিভাবে আপনাদের সব ভালো করা যায় সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
কাস্টমারকে সবসময় বুঝাতে হবে আপনার ব্যবসা সবচেয়ে ভালো।
এই জন্যই আপনি এত বছর টিকে আছেন।
৫. আপনার এমন ব্যবসা করা উচিত যে ব্যবসা আর কেউ করে নাই।
ধরুন একটা পুকুরে যখন অনেকজন মাছ ধরতে যায় তখন ওই পুকুরে যদি আপনি থাকেন তাহলে আপনি খুব বেশি মাছ ধরতে পারবেন না।
কাজেই আপনাকে এমন একটা পুকুর খুঁজে বের করতে হবে যে পুকুরে আপনি ছাড়া কেউ মাছ ধরবেনা।
আপনি যদি সেরকম পুকুর ধরতে পারেন তাহলে ওই পুকুরে আপনি অনেক বেশি মাছ ধরতে পারবেন।
পুকুরটা হচ্ছে অনেকটা ব্যবসার মতো।
তাই আপনাকে সবসময় এমন একটি ব্যবসা খুঁজে বের করতে হয় যে ব্যবসা আপনি ছাড়া আর কেউই জানে না এবং ওই ব্যবসা একেবারে নতুন।
তাছাড়া নতুন হলে কাস্টমার বিশ্বাস করতে চায় না সে ক্ষেত্রে আপনি কাস্টমারকে এমন ভাবে কথা বলবেন যাতে করে কাস্টমার লাভবান হয়।
আপনার থেকে পণ্য কিনলে কাস্টমারই খুব বেশি উপকৃত হবে এই কথাটি যদি কাস্টমারকে ভালোভাবে বোঝাতে পারেন তাহলে আপনার ব্যবসা নতুনই হোক না কেন আপনি অনেক লাভবান হতে পারবেন।
এ বিষয়গুলো মাথা রেখে যদি কোন ব্যবসা করতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনি ব্যবসা অনেক লাভবান হবেন।
tariktarik.2022 publisher