অনলাইনে পোশাকের ব্যবসা করে লাভ কতটুকু? পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কি ব্যবসাটা সম্ভব? পাইকারি দামে পোশাক কোথায় পাওয়া যাবে?

1 Answers   2 K

Answered 2 years ago

অনলাইনে পোশাকের ব্যবসা করে অনেক টাকা লাভ করতে পারবেন। তবে আপনাকে জানতে হবে কিভাবে অনলাইনে ব্যবসা করতে হয়।

পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা সম্ভব। তবে আপনাকে কাজ জানতে হবে অনলাইনের। আমি যখন অনলাইনে আমার গ্যাজেটসের বিজনেস শুরু করি তখন এই ব্যবসার জন্য আমার পুঁজি ছিলো তিন হাজার টাকা। আমি চাইলে আরও বেশি পুঁজি নিয়ে শুরু করতে পারতাম, আমার মনে হয়েছে এরচেয়ে বেশি পুঁজি শুরুতেই দরকার নেই।

পাইকারি দামে পোশাক আপনি ঢাকার অনেক মার্কেটেই পাবেন। আপনি যেহেতু একেবারে নতুন অবস্থায় অল্প পুঁজি নিয়ে শুরু করতে চাইছেন তাই আপনাকে আমি বঙ্গবাজার থেকে কাপড় কিনার পরামর্শ দিব। এখানে বেশ কম দামে ভালো পন্য পাবেন৷ তবে ঠকবাজের অভাব নেই, বুঝেশুনে তবেই ক্রয় করবেন।

হুট করে ব্যবসা শুরু করে দিবেন না। বেকায়দায় পড়তে পারেন৷ আমি ব্যবসা আর মার্কেটিং নিয়ে কাজ করছি অনেকদিন যাবত। এরমধ্যে এরকম অনেক লোক পেয়েছি যারা কোনকিছু না ভেবে ব্যবসা করতে নেমে বিপদে পড়েছেন।


Tanzil hasan
tanzilhasan
201 Points

Popular Questions