অনলাইনে পুরনো ফোন পরিবর্ত করা হয়। কিন্তু ওই পুরনো ফোনগুলো দিয়ে তারা কী করে?

1 Answers   5.4 K

Answered 2 years ago

অনলাইন কেনাকাটার সময়ে পুরনো ফোনের বদলে নতুন ফোন কেনার সুযোগ থাকে, তাতে ক্রেতা ও বিক্রেতা দুই তরফের সুবিধে থাকে। পুরনো ফোনগুলো নিয়ে তারা দুইভাবে কাজে লাগাতে পারে-

  • যদি ফোনটা ব্যবহারযোগ্য হয়ে থাকে তাহলে সেটাকে একটু ঠিকঠাক করে used/ refurbished লিখে কম দামে বিক্রি করে দেয়।
  • যদি ফোনটা ব্যবহারযোগ্য না হয় তাহলে তার ভেতরের পার্টস বের করে নিয়ে অন্য কাজে লাগানোর চেষ্টা করা হয়।

এই পদ্ধতিতে যেসব সুবিধে হচ্ছে-

  • এরকম এক্সচেঞ্জ অফার দিয়ে দামে ছাড় পেলে লোকেরা ওই সময়ে বেশি করে ফোন কিনবে তাতে কোম্পানির আয় হবে।
  • ক্রেতা ফোনের দামে একটু ছাড় পাবেন।
  • পরিবেশ রক্ষার্থে সাহায্য হয়। এই পুরনো ফোন বা অন্য ইলেক্ট্রনিক জিনিস নষ্ট হলে যত্রতত্র ফেলে দেওয়া যায় না। ফলে এখন প্লাস্টিক নিয়ে যে সমস্যা হচ্ছে একই সমস্যা ই ওয়েস্ট নিয়েই হয়। তাই এভাবে পুনর্ব্যবহার করলে কিছুটা ক্ষতি থেকে বাঁচা যায়।

অতরিক্ত তথ্য- আমি এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করে একটা তথ্য পেলাম যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাড়িতে ই-ওয়েস্ট যেমন ইয়ারফোন, চার্জার, মোবাইল এসব জমে থাকে তাহলে এই ওয়েবসাইটে গিয়ে একটা ইমেইল করে দেখতে পারেন- । আপনার কাছ থেকে এগুলো তুলে নিয়ে গিয়ে ওরা রিসাইকল করবে। আমার বাড়িতে আপাতত এরকম জিনিস নেই তাই ইমেইল করে দেখিনি, কারো যদি কাজে লাগে তাই দিলাম। এটা পরিবেশ রক্ষার প্রতি আপনার নেওয়া একটা ছোট্ট পদক্ষেপ হতে পারে।


Dr. Runa Rahaman
dr.runarahaman
175 Points

Popular Questions