Answered 2 years ago
অনলাইন কেনাকাটার সময়ে পুরনো ফোনের বদলে নতুন ফোন কেনার সুযোগ থাকে, তাতে ক্রেতা ও বিক্রেতা দুই তরফের সুবিধে থাকে। পুরনো ফোনগুলো নিয়ে তারা দুইভাবে কাজে লাগাতে পারে-
এই পদ্ধতিতে যেসব সুবিধে হচ্ছে-
অতরিক্ত তথ্য- আমি এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করে একটা তথ্য পেলাম যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাড়িতে ই-ওয়েস্ট যেমন ইয়ারফোন, চার্জার, মোবাইল এসব জমে থাকে তাহলে এই ওয়েবসাইটে গিয়ে একটা ইমেইল করে দেখতে পারেন- । আপনার কাছ থেকে এগুলো তুলে নিয়ে গিয়ে ওরা রিসাইকল করবে। আমার বাড়িতে আপাতত এরকম জিনিস নেই তাই ইমেইল করে দেখিনি, কারো যদি কাজে লাগে তাই দিলাম। এটা পরিবেশ রক্ষার প্রতি আপনার নেওয়া একটা ছোট্ট পদক্ষেপ হতে পারে।
dr.runarahaman publisher