Answered 2 years ago
দেখুন অনলাইনে কাজের কোন অভাব নাই।
আমরা প্রতিনিয়ত অনলাইনে কেনাকাটা করি।
সব পণ্য কিন্তু হারাম না।
অনেক পণ্যই আছে যেগুলো হালাল।
যেমন: ঘড়ি, মোবাইল, বিভিন্ন রকম ড্রেস, আসবাবপত্র গেজেট, ইত্যাদি অনেক পণ্য পাবেন যেগুলো হালাল।
এসব পণ্যের সবগুলোই ই-কমার্স সাইট থেকে বিক্রি করে থাকে।
দারাজ, সহজবায়, বিডিসব ইত্যাদি।
এরা আবার অ্যাফিলিয়েট হওয়ার অনুমতি দেয়।
কাজেই আপনি যদি ওইসব পণ্য প্রচার করে আয় করতে চান তাহলে আপনি সে কাজেও করতে পারবেন।
এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং[1] বলে।
এফিলিয়েট মার্কেটিং করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে
১. এখানে আপনার কোন মূলধন লাগছে না।
২. আপনি বাসায় বসে এই কাজটি করতে পারেন।
৩ এখান থেকে মাসে কয়েক লক্ষ টাকা আয় করার সুযোগ আছে।
munnikhatun publisher