Answered 2 years ago
প্রথমেই আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। তরূনদের মধ্যে এখন অনেকেই অনলাইনে আয়ের দিকে বেশ ঝুঁকেছেন। এর পেছনেও অবশ্য অনেক কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিস আকর্ষণ করে সেটি হচ্ছে অনলাইন থেকে প্যাসিভ ইনকাম।
আপনি যদি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন তাহলে আর কোনো কথাই নেই। এখন আসি আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করবেন কি কি মাধ্যমে তথা অনলাইনে কিভাবে টাকা আয় করবেন সেই বিষয়ে।
অনলাইনে টাকা আয়ের ক্ষেত্রে অনেক উপায় রয়েছে। এর মধ্য আপনি চাইলে এক বা একাধিক মাধ্যম বেছে নিতে পারেন।
১।ব্লগিং করে আয়
২। ইউটিউবিং করে আয়।
৩। ওয়েব ডিজাইন করে আয়
৪। এফিলিয়েট মার্কেটিং করে আয়
৬। এসইও করে আয়
৭। ভিডিও এডিটিং করে আয়।
raselrana343 publisher