Answered 2 years ago
দেখুন , প্রত্যেকদিন 100 টাকা কেন আপনি 500 থেকে 1000 টাকা আরামে উপার্জন করতে পারবেন যেভাবে আমি করছি। হে, সেটা অবশ্যই সম্ভব।
আপনি ব্লগিং (blogging) এর মাধ্যমে ঘরে বসেই অনলাইনে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ।এবং, লোকেরা তো এর দ্বারা লক্ষ লক্ষ টাকাও আয় অনেক সহজে করছেন।
ব্লগ থেকে অনলাইনে টাকা আয় করার জন্য আপনার কিছু steps follow করতে হবে।
একটি ব্লগ ওয়েবসাইট বানাতে হবে।
নিজের ব্লগে আর্টিকেল লিখতে হবে।
আমনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয় বা টপিক নিয়েই আর্টিকেল লিখবে ভালো হবে ।
যখন আপনার ব্লগে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে ভিসিটর বা ট্রাফিক আশা শুরু হবে , তখন আপনি Google adsense দ্বারা ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে আরামে ডলারে টাকা কমাতে পারবেন ।
আজ অনলাইনে ইনকাম করার এই business model অনেক বিখ্যাত এবং লোকেদের মধ্যে অনেক অনেক প্রচলিত।
আমি weekly কেবল 3 থেকে 4 দিন 2 থেকে 3 ঘন্টা কাজ করেই আমার বাংলা ব্লগ থেকে মাসে 15000 থেকেও বেশি টাকা আয় করছি। এবং সবটাই ব্লগিং থেকে।
তাহলে, অনলাইনে ইনকাম যদি করতে চান, তাহলে আগে ব্লগিং এর বেপারে শিখুন এবং জানুন।
এমনিতে, আমি, ব্লগ মানে কি ? ব্লগ থেকে অনলাইন টাকা আয় কিভাবে করবেন, এব্যাপারে বাংলাতে আর্টিকেল লিখেছি। আপনারা চাইলে পড়তে পারেন।
hafizakhatun publisher