অনলাইনে কত রকমের আয়ের মাধ্যম আছে ও কী কী?

1 Answers   10.8 K

Answered 1 year ago

চাকরিঃ যেকোন নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করে সেটার মাধ্যমে ফ্রিল্যান্সিং বা রিমোট জব করা। ব্যবসাঃ অনলাইন ভিত্তিক কোন প্রোডাক্ট বা সার্ভিস সেল করা। ইনভেস্টমেন্টঃ ক্রিপ্টো বা এই টাইপের জিনিসপত্রে টাকা ইনভেস্ট করা। আমাদের জ্ঞান বুদ্ধি আছে তো বটে, কিন্তু সমস্যা হচ্ছে অনলাইন নিয়ে কোন কথা উঠলেই আমরা চরম বোকা হয়ে যাই..! আরে ভাই, পৃথিবী যেমন ছিল তেমনই আছে। শুধু জীবন যাপনের মান সহজ হয়েছে। আগে চাইলেই একস্থান থেকে অন্যস্থানে যোগাযোগ করতে পারতেন না, এখন খুব সহজেই পারেন। আগে চাইলেই কোথাও টাকা পাঠাতে পারতেন না, এখন সেটা সহজেই পারেন। যেকোন তথ্য সহজেই পেয়ে যান। যেকোন খবর ঘরে বসেই পেয়ে যান। খাবার খেতে রেস্টুরেন্টে যেতে হয় না, অর্ডার করলেই ঘরে চলে আসবে। জিনিসের দাম জানতে দোকানে যেতে হয় না, অনলাইন স্টোরেই পেয়ে যাবেন। এমন শত শত অনেক উদাহরণ আছে। অনলাইন এমন কিছুই না। যাস্ট আপনার জীবনযাপনকে সহজ করে তুলেছে এটি। আর এ কারণেই অনলাইন ভিত্তিক হাজারো নতুন কাজের সৃষ্টি হয়েছে। এবং এগুলাও তেমন আহামরি কিছু না। যাস্ট পুরাতন কাজ গুলার ডিজিটালাইজড ভার্সন। আমি প্রথমেই যে ৩ ভাবে উপার্জনের কথা বলেছি, সারা পৃথিবীতে এর বাইরে অন্য কোন ভাবেই উপার্জন করা যায় না। সেটা অনলাইন হোক, বা অফলাইন। আমি জানি না, এই সহজ ব্যাপারটাকে কেন আমরা এত জটিল করে তুলছি। তবে এটা জানি, আমাদের অজ্ঞতার কারণেই শত শত প্রতারক আপনাকে আমাকে ঠকিয়ে তাদের পকেট ভারি করতেছে। একটু চোখ খুলে দেখুন, সবই সহজ লাগবে। ধন্যবাদ, Tamal Debnath
Abir Ahmed
abirahmed
358 Points

Popular Questions