Answered 2 years ago
বুদ্ধিমান ব্যক্তিদের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য, যা আমার মনে হয়েছে :-
এক) বুদ্ধিমান রা তর্কে জেতার থেকে তর্কে না জড়াতে বেশি পছন্দ করেন।
দুই) তারা জানেন জানার পরিসীমা আছে, তাই সহজে জানিনা বলতে পারেন।
তিন) সহজে রেগে যান না, পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।
চার) অনেক সময় দেখা যায় অগোছালো ব্যক্তি রা বেশি বুদ্ধিমান হন।
পাঁচ) কথা বলার থেকে শুনতে বেশি পছন্দ করেন। অবশ্য বেশি কথা বলাও বুদ্ধিমত্তার লক্ষণ।
talhatolib publisher