অতিরিক্ত মোবাইল চালালে কি চেহারা নষ্ট হয়ে যায়?

1 Answers   3.2 K

Answered 2 years ago

মোবাইল, স্মার্টফোনযে নামেই ডাকা হোক না কেনো তা এখন প্রায় সবার জীবনের নিত্যসঙ্গী। এর ক্ষতিকর প্রভাবগুলোসম্পর্কেও ধারনা আছে ব্যবহারকারীদের। তবে যন্ত্রটি মানুষের জীবনযাত্রার সঙ্গে এতটাইজড়িয়ে গেছে যে তা দূরে রাখা কঠিন।

চোখ ও মানসিকস্বাস্থ্যের ক্ষতি করার পাশাপাশি ত্বকেরও ক্ষতি করছে এই মোবাইল ফোনের ছোট্ট বৈদ্যুতিকপর্দা।

স্বাস্থ্যবিষয়কএকটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানানো হল কী ক্ষতি হচ্ছেঃ

চোখের চারপাশে বলিরেখাঃ বয়স ৩০ পারহলে চোখের চারপাশে ছোট বলিরেখা দেখা দিতে থাকে। চোখ কুঁচকে কোনো কিছুর দিকে তাকানোএবং ভালোভাবে দেখার জন্য চোখের পেশির কুঁচকানো থেকে এই বলিরেখার সুত্রপাত হয়। তবে মোবাইলফোনের দিকে দিনের বেশিরভাগ সময় তাকিয়ে থাকলে এই বলিরেখা দেখা দিতে বয়স ৩০ পর্যন্ত যাওয়ারপ্রয়োজন হয় না, ২০ বছরেই বলিরেখা দেখা দিতে শুরু করে।

ব্রণ: ব্যাক্টেরিয়ার বংশবিস্তারের জন্য মোবাইলএকটি আদর্শ স্থান। আর কথা বলার জন্য মোবাইল ফোন কানে ও গালে ঠেকালেই সেখানে ব্যাক্টেরিয়াছড়িয়ে যায়। পরে সেই ব্যাক্টেরিয়া মোবাইলের পর্দা খেকে ত্বকে সংক্রমণ ঘটাতে পারে, ফলাফলব্রণ।

ফ্যাকাশে ত্বক: ফ্যাকাশে ত্বক মানে হল, ত্বকের স্বাভাবিকরং নষ্ট হয়ে গেছে। এমনটা হলে ত্বকে হলুদ কিংবা বাদামি আভা দেখা দিতে পারে। তবে মনেরাখতে হবে এমনটা হওয়ার কারণ কিন্তু বয়স নয়। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে ত্বকেরস্বাভাবিক রং নষ্ট হতে পারে।

Sopnil Sopno
sopnil.sopno
487 Points

Popular Questions