Answered 2 years ago
পার্টনারশিপ চুক্তিপত্র দলিল
অত্র পার্টনারশিপ চুক্তি নামা দলিল অদ্য ২৩/১২/২০২০ ইংরেজি তারিখে নিম্নবর্ণিত পক্ষগণের মধ্যে সম্পাদিত হইল।
প্রথম পক্ষঃ
-------------
দ্বিতীয় পক্ষ
-----------------
তৃতীয় পক্ষ
মোঃশফিকুল ইসলাম,জন্মঃ১৫/০৬/১৯৮৭,
পিতাঃছফির উদ্দিন,মাতাঃরওশন আরা, গ্রামঃগাংগইট,ডাকঘরঃকিচক,শিবগঞ্জ,বগুড়া।
পরম করুনাময় মহান আল্লাহর নামে অত্র অংশীদারি চুক্তিপত্র দলিল এর আইনানুগ বয়ান আরম্ভ করিতেছি।
যেহেতু আমরা সকল পক্ষগণ একে অপরকে দীর্ঘদিন যাবত চিনি ও জানি, এমতাবস্থায় আমরা সকলে মিলে একটি রেন্ট এ কার ব্যবসা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি।
উল্লিখিত পক্ষগণ একমত হয়ে আলাপ-আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ জটিলতা নিরসনকল্পে অদ্য হাজিরান মজলিসে সাক্ষীগণের সামনে নিম্নলিখিত শর্তাবলীর ওপর আস্থা রাখিয়া অত্র ব্যবসায়িক চুক্তিপত্র দলি্লে আমরা সকল পক্ষগণ স্বাক্ষর করিয়া আইনসিদ্ধ চুক্তিপত্রে আবদ্ধ হইলাম।
শর্তাবলী
১।অত্র দলিল সম্পাদনের তারিখ হইতে অত্র রেন্ট এ কার অংশীদারি ব্যবসার মেয়াদ শুরু হইবে এবং আইনানুগ অবসান না হওয়া পর্যন্ত ব্যবসা চলবে।
২।ব্যবসার মূল কার্যক্রম/অফিস গোবিন্দগঞ্জ গাইবান্ধায় থাকিবে।
৩।ব্যবসার মোট পুঁজি ১৮,০০,০০০ (আঠারো লক্ষ) টাকা মাত্র।পুঁজির পার্সেন্টেজ নিম্নরূপঃ
প্রথম পক্ষ ১৪.৫০ % অর্থাৎ (চৌদ্দ লক্ষ পঞাশ হাজার),
দ্বিতীয় পক্ষ ২.৫০ % অর্থাৎ (দুই লক্ষ পঞাশ হাজার),
তৃতীয় পক্ষ ১.০০ % অর্থাৎ(এক লক্ষ) টাকা মাত্র ।
৪।লাভ-লোকসান পুঁজির পার্সেন্টেজ অনুযায়ী বন্টিত হইবে।
৫।প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার চলমান হিসাব অংশীদারগণকে অবহিত করা হইবে।
৬।সকল অংশীদারের সম্মতির ভিত্তিতে প্রথম পক্ষ ব্যবসা পরিচালনা করিবেন।
৭।এই চুক্তিনামায় কোন ধরনের পরিবর্তন সংযোজন-বিয়োজন করার প্রয়োজনীয়তা দেখা দিলে সকল পক্ষের সম্মতিক্রমে সম্পাদন করা হইবে।
৮।কেবলমাত্র সকল পক্ষের সম্মতিতে এই চুক্তিনামা বাতিল,নবায়ন বা ব্যবসা বন্ধ করা যাইবে।
৯।ব্যবসা চলাকালীন(আল্লাহ না করুন) কারও মৃত্যু হলে, মৃত্যু অংশীদারের উত্তরাধিকারীগণ উক্ত অংশীদারের সমস্ত লাভ-লোকসানের অধিকারী হইবেন।
১০।যদি কোন কারণে অংশীদারগনের মধ্যে কোন মতবিরোধ দেখা দেয়,তাহা হইলে সকল পক্ষের সম্মতিতে বিরোধ নিরসনে তৃতীয় পক্ষের সাহায্য নেওয়া যাইবে।
১১।উক্ত চুক্তিপত্র দলিল শুধুমাত্র উল্লিখিত রেন্ট এ কার ব্যবসার ক্ষেত্রে কার্যকরী হইবে।
এতদ্বার্থে স্বেচ্ছায় স্বজ্ঞানে ,সুস্থ শরীরে অন্যের বিনা প্ররোচনায় আমার উল্লিখিত পক্ষগন নিম্মে বর্ণিত স্বাক্ষীগণের সম্মুখে নিজ নিজ স্বাক্ষর করিয়া অত্র অংশীদারী দলিল সম্পাদন করিলাম ।
অংশীদারগনের নাম ও স্বাক্ষর স্বাক্ষিগণের নাম ও স্বাক্ষর
১ম পক্ষ
---------
২য় পক্ষ
-------
তৃতীয় পক্ষ
মোঃশফিকুল ইসলাম
------------
tonmoyshek publisher