Answered 3 years ago
উপরোক্ত প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
Order of Magnitude এটা একটি সংজ্ঞায়ন সাধারণত দুইটি বস্তুর মধ্যে যখন পারিমাণিক ( quantitative) তুলনা করা হয়, তখন যদি প্রথম বস্তুটি খুবই বৃহদাকার অথবা খুবই ক্ষুদ্রাকার হয়, তখন আমরা Order of Magnitude এই phrase এর দ্বারা তুলনা করা হয় । সাধারণত গণিত শাস্ত্রে Order of Magnitude phrase টি ব্যবহৃত হয় ।
একটি খুবই ছোট ও সহজ উদাহরণ । যদি আমরা 5 ও 625 মধ্যে পারিমাণিক তুলনা করি , তাহলে 625= 5×5×5×5 আর power হল 4 । আর 5 এর power হল 1.তাহলে Order of Magnitude হল 4-1=3
সাহিত্যে যখন আমরা Order of Magnitude এই ফ্রেজ টি ব্যবহার করি , তখন দুইটির একটা অত্যন্ত বৃহদাকার অথবা ক্ষুদ্রাকার যেটাকে আমরা সংখ্যায় পরিবর্তন করি না । অর্থাৎ এই তুলনা precise , কখনও হবে না ।
এখন আপনি যে বাক্য লিখেছেন, সেখানে একজনের কণ্ঠ আর একজনের চেয়ে অনেক অনেক ভাল । কিন্তু কোনও ভাবেই নির্দিষ্ট তুলনা করা হয় নি ।
উপরোক্ত বাক্য টিকে ব্যাকরণ-গত ভাবে সংশোধন করা প্রয়োজন। সঠিক বাক্য:- Your voice in the Order of Magnitude is better than his.
abdullahalnafi publisher