Answered 3 years ago
"What's happen" বলে কিছু হয় না।
"What's happened" হতে পারে, যার বিস্তারিত রূপ হলো, "What has happened"। আর এর অর্থ হলো, কী হয়েছে বা কী (ঘটনা) ঘটেছে। এটি পুরাঘটিত বর্তমান কাল বা Present Perfect Tense-এর উদাহরণ।
"What happened" ও হতে পারে। এর অর্থ হলো "কী হয়েছিল" বা "কী (ঘটনা) ঘটেছিল?" এটি সাধারণ অতীতকাল বা Simple Past Tense-এর অন্তর্গত।
"What happens" ব্যাকরণগত ভাবে ঠিক। যেহেতু এখানে 'what' হলো তৃতীয় পুরুষ(থার্ড পার্সন), তাই সাধারণ বর্তমানকালে প্রধান ক্রিয়া(Main Verb)-র সাথে s(happen +s = happens) যুক্ত হয়েছে।
ধন্যবাদ।
abirahmed publisher