‘Vidmate’ অ্যাপটি প্লে স্টোর-এ পাওয়া যায় না কেন?

1 Answers   8.2 K

Answered 3 years ago

আ্যপটি আপনার মোবাইল ডিভাইসের জন্য অনেক ক্ষতিকারক এবং আপনার রেম রোম প্রসেসর এবং ব্যাটারির আয়ু ধীরে ধীরে ক্ষয় করে । এবং এপসটি অনেকটাই হ্যাকারকে সহায়তা করে আসত তাই গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। কারণ Vidmate বিভিন্ন ভার্সনে পাওয়া যেত বর্তমানে আপনাকে এই আ্যপস ব্যবহার করতে হলে গুগল সার্চ বারে গিয়ে Vidmate লিখে অফিশিয়াল Apps টি ইন্সটল করতে পারবেন । আর যদি পুরাতন apps থেকে থাকে তাহলে তা আপডেট দিন ।


Monira Khatun
monira404
355 Points

Popular Questions