U বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু h উচ্চতায় আসার দুটি সময়ের পার্থক্য কত?

1 Answers   13.8 K

Answered 2 years ago

সম্পর্কিত 50 গ্রামের একটি বস্তুকে উপরে খাড়াভাবে নিক্ষেপ করার তিন সেকেন্ড পর এর বেগ ও উচ্চতা নির্ণয় করো? শুধু 50 গ্রাম কেন? যেকোনো ভরেরই ক্ষেত্রে ব্যাপারটা একই হবে, এটা আগে বুঝুন। আপনার প্রশ্ন বলে দিচ্ছে আপনি না বুঝে প্রশ্নটি লিখেছেন। তাই আমার মনে হয় ব্যাপারটা আপনাকে ভালো করে বোঝানো আমার কর্তব্য। দেখুন, যখন বল নেই, তখন ভরের কোনো সংজ্ঞা নেই। ২ টি একই দেখতে বস্তু যদি সমান গতি বেগে চলতে থাকে, একটি লোহার, ও আর একটি থার্মকলের, তাহলে আপনি বুঝতেও পারবেন না, কোনটার ভর বেশি, যতক্ষণ না আপনি সেই দুটিতে বল প্রয়োগ করে ত্বরান্বিত করবেন। কিন্তু আপনার প্রশ্নে ভরের কোনো প্রয়োজন নেই। যাইহোক, এবার উত্তরে আসা যাক। আপনি সেই বস্তুতে প্রাথমিক বেগ v m/s দিলে, ৩ সেকেন্ড পর এর গতিবেগ (v - 3g) m/s (কারণ প্রত্যেক সেকেন্ড-এ g m/s করে বেগ কমলে 3 সেকেন্ডে 3g কমবে।) আর উচ্ছতা হবে (3v - 9g/2) m
Masum
Masum
291 Points

Popular Questions