"This is the go of the world." এর অর্থ কী? অথবা এখানে Go অর্থ কী?

1 Answers   7 K

Answered 3 years ago

উপরোক্ত প্রশ্ন করার জন্য ধন্যবাদ।

এই প্রশ্নের অন্য উত্তরে লেখা হয়েছে কি Go অর্থাৎ জগতের প্রচলিত নিয়ম । নিয়ম টা কি ? এই উত্তরটির স্পষ্টীকরণ করার প্রয়োজন।

এই জগতে প্রত্যেক মানুষের একটা বাহ্য রূপ যেটা আমাদের ছদ্মবেশ। আমরা যখন পৃথিবীতে আসি , তখন আমরা কিছু মূল স্বভারচরিত্র নিয়ে জন্ম লই । এর আমিত্বে হিংসা , ঈর্ষা , আমার, থেকে কম সুবিধাপ্রাপ্ত দরিদ্র ব্যক্তিকে তুচ্ছ প্রতিপন্ন করার চেষ্টা প্রত্যেক মানুষের কম বা বেশি করার প্রবণতা থাকে । এই প্রবণতাকে পৃথিবীর কোনও ধর্ম কে অনুশীলন করে অথবা কোনও শিক্ষকের উপদেশ শোনার পরও নিয়ন্ত্রণ করা যায় না । আমরা যা দেখাই সেটাই প্রচলিত রীতিনীতি।

মনে করুন আপনার প্রতিবেশীর ছেলে ক্লাসে প্রথম এল । আর আপনার ছেলে ক্লাসে ল্যাস্ট এল । আপনি খুবই দুঃখিত হবেন । সেটাই স্বাভাবিক। যখন আপনার প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ হল , আপনি তাকে অভিনন্দন করলেন। কিন্তু মনে মনে আপনি খুবই ঈর্ষান্বিত হলেন । মনে মনে প্রতিবেশীর ছেলের জন্য কোনও ভাল ভাবনা আপনার মনে নেই। এটাই স্বাভাবিক।

আমরা সবাই শুভেচ্ছা আর ভাল কাজ করার অঙ্গীকারের মুখোশ পড়ে থাকি ।

পৃথিবীতে মানুষের অনেক প্রজাতি আছে । কিন্তু এখনও অনেক শেতাঙ্গরা কৃষ্ণাঙ্গ নিগ্রোদের নিকৃষ্ট ( inferior) মনে করেন । কিন্তু যখন এই ব্যাপারে প্রশ্ন করলে , তাহলে তাঁদের উত্তর হবে " আমি কোনও মানুষের মধ্যে ভেদাভেদ মানি না "।

এই এই অপ-প্রবৃত্তি যেটার উপর মুখোশ লাগানো থাকে সেটাই পৃথিবীর প্রচলিত নিয়ম অথবা GO । 1700 খৃষ্টাব্দে লিখিত ইংরেজি উপন্যাস " Way of the World " যার লেখক William Congreve মানুষের চরিত্রের গোপন দিকগুলি এতে স্পষ্ট করা হয়েছে ।


Rocky Khan
Rocky Khan
547 Points

Popular Questions