Answered 3 years ago
এক কথায় অসাধারণ। (one-line summary)
বইটা প্রথম পড়েছিলাম ২০১৪ সালে ইংরেজি চর্চার অংশ হিসেবে। সেবার এটুকুই বুঝেছিলাম যে বইট খুব ইন্ট্রাস্টিং, কিন্তু আফসোস হয়েছিল অনেক। কারণ ছিল ভাষার দৌড়!
তারপর আবার ২০১৫ সালে ইংরেজি সাহিত্যে স্নাতক করার সময়। খুব খুশি হয়েছিলাম বইটি সিলেবাসে দেখে। সেবার খুব মজা করে বইটি পড়েছিলাম।
কেন্দ্রীয় চরিত্র বুড়ো "সান্তিয়াগো" কে আপনার পছন্দ হবে না সেটা আমি ভাবতেই পারি না। চামড়া কুঁচকে যাওয়া বুড়ো বয়সে বৃদ্ধ হলেও মনের দিক দিয়ে চির তরুন এবং দৃঢ়প্রত্যয়ী।
একটা উক্তি শেয়ার করা যাক আপনার সাথে। "Men can be distroyed but not defeated." আরেকটা তথ্য দিই আপনাকে। বইটি লেখককে (আর্নেষ্ট হেমিংওয়ে) সাহিত্যে নোবেল এনে দেয় ১৯৫৪ সালে।
emonkhan publisher